বিশ্বের সবচেয়ে দামি আইসক্রিমের কত দাম, কি থাকে সেই আইসক্রিমে
বিশ্বের সবচেয়ে দামি আইসক্রিমের দাম শুনলে অনেকে বেশ কিছুক্ষণের জন্য হতবাক হয়ে যেতে পারেন। একটি বিশেষ উপকরণের জন্য আইসক্রিমটির এমন আকাশছোঁয়া দাম।
আইসক্রিম ভাল লাগে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। বিশ্বের সবচেয়ে দামি আইসক্রিমও তাই চেখে দেখার ইচ্ছা তো থাকেই। কিন্তু বিশ্বের হাতে গোনা মানুষের পক্ষেই তা চেখে দেখার সৌভাগ্য হতে পারে। কারণ এ আইসক্রিম জিভে ঠেকাতে গেলে ধনী মানুষ হওয়া জরুরি।
এই আইসক্রিমের দাম ভারতীয় মুদ্রায় সাড়ে ৫ লক্ষ টাকার কিছু বেশি। এটাই কিন্তু সঠিক। সাড়ে ৫ লক্ষ টাকা খরচ করতে পারলে এক কাপ আইসক্রিম চেখে দেখতেই পারেন যে কেউ।
তবে এ আইসক্রিম অত্যন্ত নজরকাড়া কৌটোয় আসে। তা খাওয়ার জন্য যে চামচ তাও বিশেষ ধরনের। জাপানের সেলাতো আইসক্রিম সংস্থা এই আইসক্রিম তৈরি করেছে। যা এখন বিশ্বের সবচেয়ে দামি আইসক্রিম।
এই আইসক্রিমে সংস্থা ব্যবহার করেছে এমন বেশ কিছু উপাদান যা বিশ্বে পাওয়া দুষ্কর এবং তার দামও অনেক। এর মধ্যে রয়েছে ইতালির এক ধরনের সাদা রংয়ের ছত্রাক।
জাপানে তৈরি এই আইসক্রিমে যেমন ইউরোপীয় কিছু স্বাদ যুক্ত হয়েছে, তেমনই তার সঙ্গে যুক্ত হয়েছে জাপানি রসনা। যার যুগলবন্দিতে তৈরি হয়েছে এই একদম নতুন মন ভোলানো স্বাদের আইসক্রিম।
সেলাতো সংস্থার তরফে দাবি করা হয়েছে যে এই আইসক্রিম তৈরি করতে তাদের প্রায় দেড় বছর সময় লেগে গেছে। তবে তারপরে যা তৈরি হয়েছে তা আইসক্রিমের দুনিয়ার এক অনন্য আবিষ্কার।