এ দেশে রাস্তায় কিছু হারিয়ে গেলে ফেরত পাওয়া প্রায় নিশ্চিত
রাস্তায় কিছু হারিয়ে গেলে তা পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বলে ধরে নেন সকলে। কিন্তু বিশ্বে এমনও একটি দেশ রয়েছে যেখানে কিছু রাস্তায় হারানো মানে তা ফেরত পাবেনই।
রাস্তায় হাঁটতে চলতে গিয়ে অনেক সময় নিজের অজান্তেই অনেক কিছু পড়ে যায়। আবার ভুল করেও কিছু ফেলে আসেন মানুষজন। পরে যখন মনে পরে তখন আশপাশে খুঁজে দেখেন। কেউ কেউ পুলিশের কাছেও যান। কিন্তু খুব কম মানুষই তা খুঁজে পান।
কিন্তু বিশ্বে এমন একটি দেশ রয়েছে যেখানে রাস্তায় কিছু হারিয়ে গেলে পাওয়া প্রায় নিশ্চিত ধরে নেওয়া যেতেই পারে। এ দেশে ছোট থেকেই শিশুদের শেখানো হয় কীভাবে রাস্তায় কিছু পেলে তা ফিরিয়ে দিতে হয়।
ছোট থেকে এই শিক্ষায় বড় হওয়ার ফলে এ দেশের সব মানুষের মধ্যেই এই অভ্যাস বদ্ধমূল হয়ে গেছে যে রাস্তায় কিছু পাওয়া মানে তা সঠিক জায়গায় পৌঁছে দেওয়া। যাতে যাঁর হারিয়েছে তা তিনি সহজে ফেরত পান।
জাপান হল এমন একটি দেশ যেখানে মানুষ ছোট থেকেই এই শিক্ষায় শিক্ষিত। তাঁরা কিছুও রাস্তায় হাঁটতে চলতে পেলে তা প্রথমেই পুলিশের কাছে পৌঁছে দেন। পুলিশ তা সে দেশের হারানো প্রাপ্তির জন্য বিশেষ কেন্দ্রে তা পাঠিয়ে দেয়।
কারও কিছু হারালে যে জায়গা থেকে জিনিসটি হারিয়েছে বলে তাঁর মনে হয় সেই জায়গার হারানো প্রাপ্তি কেন্দ্রে যোগাযোগ করে তা ফেরত চান। উপযুক্ত প্রমাণ পেশ করতে পারলেই তা ফেরত পেয়ে যান জিনিসটির মালিক।
তাই জাপানে কিছু রাস্তায় খোয়া গেলে তা না ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম। সেদিক থেকে সে দেশের মানুষ অনেকটাই নিশ্চিন্ত।