নবম গ্রহ আছে, সেই গ্রহকে লুকিয়ে রেখেছে চেনা গ্রহ, বলছে গবেষণা
সৌর জগতের গ্রহ সংখ্যা এখন ৮। প্লুটো ২০০৬ সালেই বামন গ্রহ বলে ঘোষিত হয়েছে। কিন্তু একটি গবেষণা দাবি করল নবম গ্রহ রয়েছে লুকোনো অবস্থায়।
সৌরমণ্ডলে এক সময় নবগ্রহের কথাই বলা হত। পড়ানোও হত। কিন্তু ২০০৬ সালে গ্রহ হওয়ার সব কটি বৈশিষ্ট্যের অভাবে প্লুটোকে বামন গ্রহ বা ডোয়ার্ফ প্ল্যানেট বলে ঘোষণা করা হয়। ফলে সৌরমণ্ডলের গ্রহ সংখ্যা কমে হয়ে দাঁড়ায় ৮। তারপর অবশ্য নানা সময়ে আরও গ্রহ আছে বলে দাবি ওঠে। বিভিন্ন তত্ত্বও সামনে আসে।
এবার জাপানের কিনদাই বিশ্ববিদ্যালয়ের এক গবেষক দাবি করলেন সৌরমণ্ডলে নবম গ্রহ রয়েছে। যা নাকি পৃথিবীর মতই। কিন্তু সেই গ্রহকে লুকিয়ে রেখেছে অন্য একটি গ্রহ।
গবেষক সোফিয়া লিকাওকা-র দাবি, নেপচুন হল সেই গ্রহ যে নবম গ্রহকে আড়াল করে রেখেছে। ফলে তা নজরে পড়ছে না। তার অস্তিত্ব সামনে আসছে না। অথচ সেটি রয়েছে। আর তার চেহারা পৃথিবীর মত।
নেপচুনের যে কক্ষপথ রয়েছে তার ঠিক পিছনেই রয়েছে কাইপার বেল্ট। এই কাইপার বেল্টে ছড়িয়ে আছে একাধিক বামন গ্রহ, কার্বন, গ্রহাণু, মিথেন, অ্যামোনিয়া। এসব মিলেমিশে কাইপার বেল্ট বহুকাল ধরে নেপচুনের পিছনে অবস্থান করছে।
সেখানে পৃথিবীর মত বা তার চেয়ে বড় একটি গ্রহ থাকতে পারে বলেই মনে করছেন ওই গবেষক। তাঁর দাবির সপক্ষে একাধিক যুক্তিও সামনে এনেছেন সোফিয়া।
সোফিয়ার মতে, এমন পৃথিবীর মত গ্রহের কক্ষপথ একটু অবাক করা হতেই পারে। এমন কক্ষপথ সাধারণত অন্য কোনও কাছাকাছি থাকা মহাজাগতিক কোনও আরও বড় বস্তুর মাধ্যাকর্ষণের ফল হতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা