চাঁদে নতুন বন্ধু পেতে চলেছে বিক্রম, প্রজ্ঞান
চাঁদে তারা এখন ঘুমে কাদা। তারা বলতে বিক্রম আর প্রজ্ঞান। তাদের জন্য সুখবর হতে পারে। চাঁদে তারা নতুন বন্ধু পেতে পারে অচিরেই।
চাঁদে বিক্রম ও প্রজ্ঞান ইতিমধ্যেই নতুন বন্ধু পেতে পারত। যে তাদের সঙ্গেই প্রায় চাঁদে পৌঁছত। কিন্তু রাশিয়ার লুনা ২৫ চাঁদে অবতরণ করতে ব্যর্থ হওয়ায় সে বন্ধুত্ব আর হয়নি। এদিকে চাঁদে পা দেওয়ায় আমেরিকা, রাশিয়া, চিনের পর ভারত চতুর্থ দেশ হিসাবে ঢুকলেও এবার পৃথিবী হয়তো পঞ্চম দেশটিকেও পেতে পারে।
কারণ খারাপ আবহাওয়ার জন্য ২ বার পিছিয়ে যাওয়ার পর অবশেষে জাপান তাদের চাঁদে যাওয়ার যানকে পৃথিবী থেকে মহাকাশের দিকে পাঠাতে সক্ষম হয়েছে। চাঁদের মাটিতে যদি সেই যান নামতে সক্ষম হয় তাহলে বিশ্বের পঞ্চম দেশ হিসাবে চাঁদে পা রাখবে জাপান।
চাঁদের মাটিতে যে কোনও জায়গায় নামা নয়, জাপান চাইছে তারা ঠিক যে স্থানে তাদের ল্যান্ডারকে নামাতে চায় ঠিক সেখানেই যেন ল্যান্ডার অবতরণ করে। সেইমত প্রস্তুতি নিয়েই তাদের চন্দ্রযান স্লিম-কে তারা পাঠিয়েছে।
চাঁদের সিওলি ক্রেটারে নামার পরিকল্পনা রয়েছে স্লিম-এর। এই ক্রেটারটি ৩০০ মিটার ব্যাসের। বিশাল এই গর্তের যে ঢাল রয়েছে সেখানেই জাপান চাইছে তাদের ল্যান্ডারকে নামাতে।
সেখানে নেমে তারপর চাঁদের মাটিতে তার গবেষণার কাজ শুরু করবে স্লিম। জাপানে আবার স্লিম বেশি জনপ্রিয় হয়েছে মুন স্পিনার নামে।
আপাতত জাপান চেয়ে আছে চাঁদে ঠিকঠাক অবতরণের দিকে। এদিকে ভারত চেয়ে আছে বিক্রম ও প্রজ্ঞানের দিকে। এরা ঘুম থেকে ওঠে কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন সকলের কাছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা