রাতারাতি জল থেকে উঠে এল নতুন জমি
ছিল জল। সেখানেই এখন মাটি। রাতারাতি জল থেকে উঠে এল স্থলভাগ। জলের তলায় এমন কাণ্ড হল যে এই স্থলভাগ সকলের নজরে এল।
প্রশান্ত মহাসাগর। বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর। অনন্ত জলরাশি এখানে বিরাজ করছে। তারই ওপর অবস্থিত জাপান। জাপান অনেকগুলি দ্বীপ নিয়ে তৈরি। তবে সেই দ্বীপের তালিকায় তারা পেয়ে গেল আরও একটি নতুন দ্বীপ। যা জাপানের স্থলভাগ বলেই চিহ্নিত হচ্ছে। ফলে আরও একটু বেশি জমি তাদের দেশের মোট জমিতে যুক্ত করতে পারল জাপান।
যদিও এ স্থলভাগ মানুষের বসবাসযোগ্য হয়তো হয়। কারণ এ স্থলভাগ জলের মাঝে এক ফুটবল মাঠের সমান। যার চারধারে প্রশান্ত মহাসাগর। মহাসাগরের মাঝখান থেকে এই দ্বীপ বেরিয়ে এল।
জলের তলায় অগ্নুৎপাত তো হয়েই থাকে। প্রশান্ত মহাসাগরের একটা একটা অংশ জুড়ে লাইন দিয়ে রয়েছে জলের তলার আগ্নেয়গিরি। তারই পাশে জাপান।
সেই আগ্নেয়গিরিরই একটি থেকে জলের তলাতেই অগ্নুৎপাত হয়। যার জেরেই এই নতুন ভূখণ্ড জলের ওপর উঁকি দিয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞেরা। উঁকি দিয়েছে নতুন দ্বীপ।
এই দ্বীপটি থেকে এখনও ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে চলেছে। মাটি কালো। জাপানের মূল ভূখণ্ড থেকে অর্ধেক মাইল দূরেই জন্ম নিয়েছে এই দ্বীপ।
জাপানের আইওতো দ্বীপের ধারেই এই নতুন দ্বীপ এখন বিজ্ঞানীদের অন্যতম আকর্ষণ। সেনাও এই নতুন দ্বীপের ওপর নজর রাখছে আকাশপথে।
আর আকাশপথে এই নতুন জন্ম নেওয়া দ্বীপটির ছবি এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে। জাপানে নতুন দ্বীপের আবির্ভাব এখন এক বড় খবর বিশ্বজুড়ে।