ভূতদের দখলে থাকা এ জঙ্গলের নাম শুনেই এড়িয়ে চলেন অনেকে
এমনিতে দেখলে আর পাঁচটা ঘন জঙ্গলের মতই একটা জঙ্গল। কিন্তু এর সঙ্গে যা জড়িয়ে আছে তা থেকে নিজেদের দূরে রাখতেই পছন্দ করেন অনেকে।
জঙ্গল যেমন হয় তার চেয়ে আলাদা কিছু নয় এই জঙ্গল। তবে আগ্নেয়শিলা থেকে তৈরি এই জঙ্গল অতি ঘন সবুজে ঘেরা। এ জঙ্গলকে বলা হয় সি অফ ট্রিজ বা গাছদের সমুদ্র। অগুন্তি গাছের ভিড় জঙ্গলটিকে অতি ঘন জঙ্গলে রূপান্তরিত করেছে। সবুজ ঘেরা এ জঙ্গলে কেউ থাকেনা।
কথিত আছে এ জঙ্গল নাকি ভূতের আড্ডা। তাও আবার প্রাচীন প্রবাদ। এখানে নাকি ভূতরা রাত নামলে গাছের ওপর হেঁটে বেড়ায়। যদিও এ সবই মুখে মুখে ঘোরা গল্প।
তবে এ জঙ্গলের আসল আতঙ্কের নাম আত্মহনন। বহু মানুষ এখানে নিজেকে শেষ করতে পৌঁছে যান। বিশ্বের অন্যতম এক আত্মহনন স্থান হিসাবে এই জঙ্গল প্রসিদ্ধ। তাই এই জঙ্গলের আর এক নাম সুইসাইড ফরেস্ট।
জাপানের বিখ্যাত আগ্নেয়গিরি ফুজিয়ামার উত্তর পশ্চিম প্রান্তে এক বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে আছে এই জঙ্গল। আগ্নেয়গিরির থেকে গড়িয়ে পড়া গলিত লাভা রয়েছে এই জঙ্গলের মাটির তলায়।
এই জঙ্গলে প্রায়ই আত্মহননের কথা শোনা যায়। তাই প্রশাসনের তরফে এখানে মানুষকে সতর্ক করে বোর্ডও লাগানো আছে। যেখানে লেখা আছে নিজেকে শেষ করার আগে নিজের পরিবারের কথা একবার ভাবুন।
এমনকি মানুষকে এই মানসিক সমস্যা থেকে বের করে আনার রাস্তা বলে দেওয়ার জন্য একটি সংগঠনেরও নম্বর দেওয়া থাকে। জাপানে বেড়াতে গেলে অনেকে এই সুইসাইড ফরেস্ট দেখতে যান।