চাঁদের দিকে আরও একধাপ, ভারতের পর কি এবার পঞ্চম হবে জাপান
জাপান কি তাহলে ভারতের পরের নাম। তারাই কি পঞ্চম হতে চলেছে এই দৌড়ে। চাঁদের দিকে আরও একধাপ এগোনোর চিহ্ন পাঠিয়ে জানান দিল উদীয়মান সূর্যের দেশ।
পৃথিবীতে মহাকাশ বিজ্ঞান নিয়ে যে চর্চা চলে আসছে তাতে সেরাদের মধ্যে তারা যে হাতেগোনা দেশের মধ্যেই পড়ে তা চাঁদে পা রেখে বুঝিয়ে দিয়েছে ভারত। মহাকাশ বিজ্ঞানে ভারতকে এখন গোটা বিশ্ব সম্মানের নজরে দেখছে। ইসরোর সাফল্য ভারতের মুকুটে শুধু নতুন পালকই যোগ করেনি, সেই সঙ্গে ভারতকে চাঁদ ছোঁয়ার দৌড়ে আমেরিকা, রাশিয়া, চিনের পরই স্থান করে দিয়েছে।
প্রশ্ন উঠছিল ভারতের পর কে? তার উত্তর বোধহয় পৃথিবী এবার পেতে চলেছে। অন্তত সে বিষয়ে অনেকটাই আশাবাদী জাপান। জাপানের মহাকাশ বিজ্ঞানীরা মনে করছেন আর কয়েকটা দিন পর নতুন বছরে তাঁরা ভারতের পর নিজেদের নামটা লিখে দিতে পারবেন।
চাঁদের মাটিতে পা রাখার জন্য জাপানের ল্যান্ডার স্লিম বড়দিনের দিনই চাঁদের কক্ষে সফলভাবে প্রবেশ করেছে। এবার সে ক্রমে চাঁদের সঙ্গে দূরত্ব কমাচ্ছে। এগিয়ে যাচ্ছে চাঁদের মাটির দিকে। আর তা করার সময় এবার জাপানের স্লিম চাঁদের ছবিও পাঠিয়ে দিল।
স্লিম যে দূরত্বে রয়েছে সেখান থেকে সে চাঁদের মাটির ছবি তুলে পাঠিয়ে দিয়েছে। যা জাপান গোটা বিশ্বকে দেখাল। দেখাল তাদের সাফল্যের একটা ধাপ।
আগামী ২০ জানুয়ারি চাঁদের মাটিতে পা রাখার কথা জাপানের এই ল্যান্ডারের। আর তা রাখতে পারলেই বিশ্বের পঞ্চম দেশ হিসাবে চাঁদের মাটিতে পা রাখার বিরলতম কৃতিত্ব অর্জন করবে জাপান।
তবে সেই সাফল্য জাপান শেষপর্যন্ত অর্জন করতে পারবে কিনা তার জন্য ২০ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতেই হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা