চাঁদে মন ভাঙল জাপানের, উল্টে পড়ে আছে ল্যান্ডার স্লিম
ভারত, রাশিয়া, আমেরিকা ও চিন ছাড়া পঞ্চম দেশ হিসাবে জাপানই চাঁদ ছুঁতে পেরেছে। কিন্তু তাদের ল্যান্ডারের যা অবস্থা তাতে সে আদৌ কি উঠে দাঁড়াতে পারবে?
চাঁদে যে কোনও ল্যান্ডারের অবতরণ একটা কঠিন চ্যালেঞ্জ। তাতে গত ২০ জানুয়ারি সাফল্য পায় জাপান। বিশ্বের পঞ্চম দেশ হিসাবে এই বিরল সাফল্য অর্জন করার পর জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা প্রাথমিক খুশি কাটিয়ে উঠেই চিন্তায় পড়ে যায়। চাঁদে নামার ক্ষেত্রে কিন্তু জাপান অন্য সব দেশের চেয়ে একটা জায়গায় এগিয়ে গিয়েছিল।
তারাই প্রথম চাঁদের ঠিক যেখানে তাদের যান স্লিমকে অবতরণ করাতে চেয়েছিল, প্রায় সেখানেই করায়। চাঁদের যে বিন্দুতে নামার কথা ছিল তার থেকে মাত্র ৫৫ মিটার দূরে নামে স্লিম।
চাঁদের শিওলি ক্রেটারের ঢালে নামে সে। আর সেখানেই হয়তো সমস্যাটা হয়ে যায়। জাক্সা জানিয়েছে, তারা খোঁজ নিয়ে দেখেছে তাদের যানটি শিওলির ঢালে উল্টে পড়ে আছে। ফলে তার সোলার প্যানেলগুলি কোনও কাজ করছেনা। আর সোলার প্যানেল কাজ না করা মানে তার চালিকা শক্তি শেষ হওয়া।
তাদের ল্যান্ডার উল্টে চাঁদে পড়ে আছে জানতে পেরেই জাপান দ্রুত তাদের ল্যান্ডারের চালিকা শক্তি বন্ধ করে শক্তি বাঁচানোর চেষ্টা করে। কারণ তা বেশিক্ষণ থাকবেনা।
এখন জাপানের বিজ্ঞানীরা একটি আশা নিয়ে অপেক্ষায়। চাঁদে সূর্য উঠলে সেই সূর্য সেখানে ১৪ দিন টানা আলো দেবে। সেই সূর্যালোকে যদি সোলার প্যানেলগুলি চার্জ হয়ে জেগে উঠতে পারে তাহলে হয়তো ফের উঠে দাঁড়াতে পারবে স্লিম। আপাতত কিন্তু উল্টে নিথর হয়েই পড়ে থাকতে হচ্ছে জাপানের ল্যান্ডারকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা