৪টিতেই বদলায় ভাগ্য, ৬৩টি সবুজ পাতায় এবার কি হবে
৬৩টি সবুজ ছোট ছোট পাতা। সেই ৬৩ পাতার জোরেই তিনি হয়ে গেলেন একটু বেশিই ভাগ্যবান। বিশ্বরেকর্ডও গড়ে ফেললেন তিনি।
২০১২ সাল থেকে চেষ্টার শুরু। তবে সেই যে চেষ্টা শুরু করেছিলেন তারপর আর থামেননি। লক্ষ্য স্থির করে লড়াই চালিয়ে গেছেন। যখন যা করার তাই করেছেন। আর সেই অধ্যবসায়ের ফলও তিনি পেয়েছেন।
এ এমন এক ছোট্ট গাছ যার একটি ডালে ৩টি পাতা হয়। আবার চেষ্টা করলে তার চেয়ে বেশি পাতাও হয়। তার জন্য নজর রাখতে হয় পরাগ মিলনের দিকে। যে পরাগমিলন স্বাভাবিকভাবে হল সেটা আলাদা। না হলে নিজে হাতে করে পরাগ মিলনের পরিস্থিতি তৈরি করে দিতেন তিনি।
লক্ষ্য ছিল এই ৩ পাতার গুল্মকে এমন পাতার সংখ্যায় নিয়ে যাবেন যা পৃথিবীকে তাক লাগিয়ে দেবে। আর সেটাই তিনি করতে পেরেছেন।
একটি কাণ্ডের ৩টি পাতা বৃদ্ধি পেয়ে তাঁর তৈরি এই বিশেষ গুল্মে ৬৩টি পাতা হয়েছে। এ এমন এক বিস্ময় যা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন।
জাপানের ইয়োশিহারু চেষ্টা করে কিন্তু এই একসঙ্গে ৬৩ পাতা গজিয়ে গুল্মটিকে বিশ্বরেকর্ডের স্তরে উন্নীত করতে পেরেছেন। জাপানের মধ্যবয়সী এই ব্যক্তির চেষ্টায় কোনও ফাঁকি ছিলনা।
বলা হয় এই ধরনের গুল্মে ৪টি পাতা হলে তা ভাগ্যবানের পরিচয়। এক্ষেত্রে ইয়োশিহারু একটু বেশিই ভাগ্যবান হয়েছেন। নিজের ভাল ভাগ্যের বন্দোবস্ত তিনি নিজেই করেছেন। যা এখন জাপানে অন্যতম চর্চার বিষয়। তাঁর এই সাফল্যের কথা এখন নানা সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে।