
জোড়াল ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের দক্ষিণ পশ্চিম উপকূল। কম্পনের মাত্রা ছিল ৬। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে জানান হয়েছে কম্পনের কেন্দ্রস্থল ছিল জাপানের হনসু দ্বীপ সংলগ্ন সমুদ্রের ১০ কিলোমিটার গভীরে। যদিও ভূমিকম্প জোড়াল হলেও সুনামী সতর্কতা জারি করা হয়নি। কম্পনের জেরে বাড়িঘর কেঁপে ওঠে। বহু মানুষ আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন। অনেক জায়গায় বুলেট ট্রেন মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কিছু বাড়ির বড় ধরণের ক্ষতি হয়েছে। অবস্থা সামলাতে দ্রুত পদক্ষেপ নেয় প্রশাসন। স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় কম্পন অনুভূত হয়। তবে দুপুরের পর অনেক জায়গায় ফের স্বাভাবিক জনজীবন ফিরে আসে।