প্রবল ভূমিকম্পের জেরে নামল একের পর এক ধস। একে ভূমিকম্পের জেরে আতঙ্কে মানুষ ঘর ছেড়ে বেরিয়ে আসেন। থরথর করে কাঁপছে মাটি। সবকিছু চোখের সামনে দুলছে। তারমধ্যে পাহাড়ের গা বেয়ে ধস নামতে থাকায় আতঙ্ক আরও বাড়িয়ে দেয়। এদিকে ভূমিকম্পের জেরে বিশাল এলাকা জুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিদ্যুৎ নেই। চারধারে অন্ধকার। ধস নামছে। কম্পনের জেরে এদিক ওদিক থেকে বাড়ি ভাঙার খবর মিলছে। সব মিলিয়ে ফের এক ভয়ংকর দিনের মুখোমুখি হলেন জাপানের মানুষ।
গত মঙ্গলবার জাপানের স্থানীয় সনয় রাত ১০টা ২২ মিনিটে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৭। তীব্র মাত্রার কম্পন হিসাবেই এই মাত্রাকে ধরে নেওয়া হয়। কম্পনের কেন্দ্রস্থল ছিল জলের ১৪ কিলোমিটার নিচে। জাপান সাগর লাগোয়া এলাকায় কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়। ২৬ জন কম্পনের জেরে নানাভাবে আহত হয়েছেন। কোনও মৃত্যুর খবর নেই।
কম্পনের পর সুনামি সতর্কতা জারি হয়েছিল। তবে ১ ঘণ্টা পর সেই সতর্কতা তুলে নেওয়া হয়। তবে কম্পনের জেরে পরেও বাড়ি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তাছাড়া আফটার শক হিসাবে আগামী ১ সপ্তাহের মধ্যে ফের কম্পন হতে পারে বলেও সতর্কতা রয়েছে। আতঙ্ক বাড়াচ্ছে আরও ধসের সম্ভাবনা। ইতিমধ্যেই কম্পনের জেরে বিভিন্ন অংশে পাহাড়ের গা বেয়ে যে ধস নেমেছে তাতে অনেক জায়গায় গাড়ি কাদামাটির তলায় আটকে গেছে। রাস্তা গেছে হারিয়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা