
ফের কাঁপল জাপান। শনিবার সকালে ফের তীব্র কম্পন অনুভূত হয় জাপানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ২। প্রাথমিক হিসাবে এখনও পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। দেড় হাজারের বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। বহু বাড়ি ভেঙে পড়েছে। বাড়ির নিচে চাপা পড়ে রয়েছেন অনেকে। উদ্ধারকারী দল ও সেনা মিলিতভাবে উদ্ধারকাজে হাত লাগিয়েছে। প্রাথমিক হিসাবে ২ লক্ষের ওপর মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। অনেক এলাকা মাটির তলায় বসে গেছে। কোথাও বিদ্যুৎ সংযোগ নেই। মরার ওপর খাঁড়ার ঘায়ের মত ভূমিকম্প বিধ্বস্ত এলাকা জুড়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে জাপানের আবহাওয়া দফতর। একবার বৃষ্টি শুরু হলে উদ্ধারকাজ ভীষণভাবে ব্যাহত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রশাসন। সঙ্গে রয়েছে কাদামাটির ধ্বস নামার সম্ভাবনা। গোটা অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। গত বৃহস্পতিবার থেকেই জাপানের দক্ষিণ পশ্চিম অংশ বারবার কেঁপে উঠছিল।