Sports

বুমরাহ-র চোট, রাতের ঘুম উড়ল কোহলির

আইপিএলে যা হয় হোক। কিন্তু মাথায় রাখতে হবে তারপরই বিশ্বকাপ। আর সেখানে ভারত যদি তার পুরো শক্তি নিয়ে না নামতে পারে তাহলে কাপ জয়ের আশা ক্ষীণ। এই অবস্থায় এই মুহুর্তে বিরাটবাহিনীর সবচেয়ে নির্ভরযোগ্য পেস শক্তি যশপ্রীত বুমরাহ যদি চোট পান তাহলে অধিনায়কের রাতের ঘুম উড়ে যাওয়াটাই স্বাভাবিক। আর সেটাই হয়েছে আইপিএলের শুরুতেই। মুম্বই বোলিং আক্রমণের অন্যতম স্তম্ভ বুমরাহ দিল্লির বিরুদ্ধে শেষ বলটি করার সময় তাঁর কাঁধে এসে বলটি লাগে। চোট পান তিনি। আর তা দেখে কোহলি তো বটেই গোটা ভারতের কপালে ভাঁজ পড়েছে।

আপাতত কোহলির চিন্তা একটাই বুমরাহ ঠিক থাকা। বুমরাহ বলেই নয়, তাঁর প্রথম একাদশের সকলে সুস্থ থাকা। আইপিএল খেলতে গিয়ে যদি চোট লাগে। আর তার জন্য সেই খেলোয়াড় যদি ভারতের জন্য নামতে না পারেন তাহলে বিপদ। তবে চিকিৎসকেরা বুমরাহকে পরীক্ষার পর আশ্বাস দিয়েছেন। জানিয়েছেন এটা ধাক্কা থেকে একটা টান। দ্রুত সুস্থ হবেন যশপ্রীত। চিন্তার কিছু নেই।


চিকিৎসক বা ফিজিও নিশ্চিত করার পর হয়তো বিরাট কোহলির ধড়ে প্রাণ এসেছে। তবু চিন্তাটা বোধহয় থেকেই যাচ্ছে। তারওপর চিন্তা আরও বাড়ায় বুমরাহ ব্যাটিং করতে না নামা। যদিও তাঁকে বিশ্রাম দিতেই নাকি তাঁকে নামানো হয়নি বলে খবর।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button