গানের মত বাস্তব জীবনেও তিনি কি অতটাই রোমান্টিক, বুদ্ধিদীপ্ত উত্তর দিলেন জাভেদ আখতার
তাঁর গানের কথায় প্রেম ঝরে পড়ে, বাস্তব জীবনেও কি তিনি অতটাই রোমান্টিক মানুষ। এই প্রশ্নের এক অসাধারণ এবং তাক লাগানো উত্তর দিলেন জাভেদ আখতার।

বলিউড সিনেমায় তাঁর লেখা কথায় বহু গান তৈরি হয়েছে। তাঁর লেখা গানে রোমান্টিকতার এক অন্যই স্পর্শ থাকে। যা বাস্তব জীবন থেকে মানুষকে পৌঁছে দেয় এক রঙিন কল্পনার রোমান্টিক জগতে।
তাঁর কলমে গভীর প্রেম শব্দ হয়ে ঝরে পড়ে। ছুঁয়ে যায় আপামর শ্রোতার মনকে। সেই জাভেদ আখতার হাজির হয়েছিলেন ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে। বিশেষ অতিথি হিসাবে তাঁকে নিয়ে এসেছিলেন উদ্যোক্তারা।
সেখানে জাভেদ আখতারকে কথায় কথায় একটি মজার প্রশ্ন করা হয়। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল তাঁর প্রতিটি গানের মতই বাস্তব জীবনেও কি তিনি অতটাই রোমান্টিক! এর যে উত্তর জাভেদ আখতার দেন তা সকলকে তাক লাগিয়ে দেয়।
জাভেদ আখতারের স্ত্রী বিখ্যাত অভিনেত্রী শাবানা আজমিকে একবার কোনও এক অনুষ্ঠানে এই প্রশ্নই করা হয়েছিল। তিনি উত্তর দিয়েছিলেন তাঁর শরীরের এমন একটা হাড় নেই যেটি এতটুকুও রোমান্টিক। এবার জাভেদ আখতার কি উত্তর দেন সেটা জানার জন্য যখন মুখিয়ে ছিলেন সকলে।
জাভেদ জানান, সার্কাসে যাঁরা ট্রাপিজের খেলা দেখান তাঁরা বাস্তব জীবনে থোড়াই সারাক্ষণ উল্টো হয়ে ঝোলেন! তাঁর উত্তরে হাসির রোল ওঠে। তাঁর স্ত্রীর মত তিনিও বেশ কৌশলী উত্তরেই ভরসা রাখেন। যা বেশ বুদ্ধিদীপ্তও বটে।
রসিকতার ছলে নানা প্রশ্নের উত্তর এর আগেও জাভেদ আখতার দিয়েছেন। তাঁর কথায় রসবোধ ও বুদ্ধির ছাপ সর্বদাই মানুষকে মুগ্ধ করে। এবারও সেটাই হল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা