চেন্নাইয়ের মেরিনা বিচে সমাহিত করা হল জয়ললিতাকে। এদিন সন্ধেয় তাঁকে সমাহিত করা হয়। তাঁর রাজনৈতিক গুরু এমজিআর-এর সমাধির পাশেই তাঁকে সমাহিত করা হয়। জয়ললিতাকে শেষ শ্রদ্ধা জানাতে রাজনৈতিক নেতা থেকে চিত্রতারকা থেকে বিভিন্ন ক্ষেত্রের প্রথিতযশা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ছিলেন তাঁর অগণিত ভক্ত, দলীয় কর্মী সমর্থকেরা। মেরিনা বিচে কার্যত তিল ধারণের জায়গা ছিলনা। সেখানেই চোখের জলে শেষ বিদায় জানানো হয় জয়া আম্মাকে। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতাকে শেষশ্রদ্ধা জানাতে এদিন চেন্নাই আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীও। শেষকৃত্যেও অংশ নেন রাহুল। তাছাড়া মেরিনা বিচে জয়ললিতার শেষকৃত্যে হাজির ছিলেন নানা দলের বহু নেতা। তৃণমূলের তরফে হাজির ছিলেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।