Entertainment

বাংলা সিনেমার ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন বাংলার সুপারস্টার জিৎ

বাংলা সিনেমার অন্যতম নায়ক জিৎ বাংলা সিনেমার ইতিহাসে এমন এক অধ্যায় যোগ করলেন যার জন্য তাঁর নাম বাংলা সিনেমায় চিরদিনের হয়ে গেল।

বাংলা সিনেমার জগতে দীর্ঘসময় ধরে নায়ক হিসাবে দর্শকদের মন জয় করে চলেছেন জিৎ। নিজের জায়গাটাও ধরে রেখেছেন শক্ত হাতে। তিনি এখন সুপারস্টার।

সেই জিৎ এবার বাংলা সিনেমার জগতে এক নতুন অধ্যায় যুক্ত করলেন। যা চিরদিন বাংলা সিনেমার ইতিহাসে এক উজ্জ্বলতম অধ্যায় হয়ে থেকে যাবে। এই রেকর্ড বাস্তবায়িত হবে আগামী ইদের দিন।


বাংলা সিনেমা বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। অনেক সিনেমা সুপারহিটও হয়েছে। এমন অনেক সিনেমা রয়েছে বিভিন্ন সময়ে হিন্দিতেও তৈরি হয়েছে। বাংলা সিনেমার কাহিনি অবলম্বনে তৈরি হয়েছে হিন্দি সিনেমা।

‘ছদ্মবেশী’ অবলম্বনে ‘চুপকে চুপকে’ বা ‘নিশিপদ্ম’ অবলম্বনে ‘অমর প্রেম’ এবং এমন অনেক উদাহরণ আছে। কিন্তু এমন কোনও বাংলা সিনেমা তৈরি হয়নি যা একই সঙ্গে একই দিনে বাংলা ও হিন্দি উভয় ভাষাতেই মুক্তি পেয়েছে।


এই নতুন অধ্যায়টি লিখে দিলেন জিৎ। ইদে মুক্তি পেতে চলেছে জিৎ-এর সিনেমা ‘চেঙ্গিজ’। এই সিনেমাটি বাংলা ও হিন্দি, ২ ভাষাতেই ইদের দিন মুক্তি পাচ্ছে। যা বাংলা সিনেমার দুনিয়ায় এই প্রথম।

Chengiz
চেঙ্গিজ সিনেমার পোস্টারে জিৎ, ছবি – আইএএনএস

চেঙ্গিজ ১৯৭০ সাল থেকে ১৯৯০ সালের মধ্যে এক গ্যাংস্টারের জীবন নিয়ে তৈরি সিনেমা। কলকাতার প্রেক্ষাপটেই সিনেমাটি তৈরি। সম্পূর্ণ অ্যাকশনধর্মী এই সিনেমাটি আবার মুক্তি পাচ্ছে এমন দিনে যেদিন সলমন খানের সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি মুক্তি পেতে চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button