বাংলার মেয়ের বিরল কৃতিত্ব। আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে ২০০ উইকেটের ক্লাবে প্রথম খেলোয়াড় হিসাবে নাম লেখালেন ঝুলন গোস্বামী। তিনিই হলেন প্রথম মহিলা যিনি একদিনের আন্তর্জাতিকে এই ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করলেন।
২০০২ সালে প্রথম ভারতীয় মহিলা দলের হয়ে ইংল্যান্ডের মুখোমুখি হন ঝুলন। সেই শুরু। তারপর দীর্ঘ ক্রিকেট জীবনে ফার্স্ট বোলার ঝুলন আন্তর্জাতিক ক্রিকেটে ভারতকে একের পর এক সাফল্য এনে দিয়েছেন একার হাতে। সেই ঝুলন এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে ২০০ উইকেট দখল করার বিরল কৃতিত্বের অধিকারী হলেন।
ঝুলনের এই কৃতিত্বে ভারতীয় ক্রিকেট মহল গর্বিত। গর্বিত বাংলার সব ক্রিকেটার। পুরুষদের ক্রিকেটে যদি বাংলা থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় কিংবদন্তি হয়ে থাকেন, তবে মহিলা ক্রিকেটে বাংলার ঝুলন গোস্বামীও একইভাবে নিজেকে কিংবদন্তি ক্রিকেটারের জায়গায় তুলে নিয়ে গেলেন।