২০১৭ সালের ফেব্রুয়ারি মাস। সেই শেষবার আইসিসি-র প্রকাশিত বিশ্ব ক্রিকেটের মহিলা বোলারদের মধ্যে শীর্ষে ছিল ভারতের ঝুলন গোস্বামীর নাম। ফের সেই বঙ্গ তনয়ার নাম উঠে এল শীর্ষে। আইসিসি ক্রমতালিকায় ফের ঝুলন গোস্বামী মহিলা বোলারদের মধ্যে বিশ্বে প্রথম স্থানে উঠে এলেন। মহিলাদের একদিনের ক্রিকেটের সেরাদের যে তালিকা আইসিসি প্রকাশ করেছে তাতে বোলারদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন ঝুলন।
ইংল্যান্ডের সঙ্গে ৩ ম্যাচের একদিনের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ভারত। শেষ ম্যাচ হারলেও প্রথম ২টি ম্যাচ জিতে থাকার সুবাদে সিরিজ জেতে তারা। হারায় ইংল্যান্ডের মত বিশ্বের অন্যতম সেরা দলকে। সেই প্রতিযোগিতায় ভারতীয় বোলিং আক্রমণের মূল স্তম্ভই ছিলেন ঝুলন। তাঁর দাপুটে বোলিংয়ের জোরেই ইংল্যান্ডকে সহজে পর্যুদস্ত করতে পারে ভারতের মহিলা ক্রিকেট দল।
ঝুলনের সেই ভয়ংকর বোলিংয়ের হাত ধরে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২১-এ সরাসরি খেলা নিশ্চিত করল ভারত। ৮ দলের মধ্যে ২ নম্বর দল হয়ে সরাসরি তারা পৌঁছে গেল বিশ্বকাপের মঞ্চে। এটা অবশ্যই ভারতের জন্য ভাল খবর।