একটা উদ্বেগ তাঁকে তাড়া করে বেড়ায়, কি খোলাখুলি জানালেন জন আব্রাহাম
তাঁকে একটা উদ্বেগ তাড়া করে বেড়ায়। বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় থাকেন তিনি। কি নিয়ে তা এতদিনে অকপটে জানালেন বলিউড তারকা জন আব্রাহাম।

বলিউড তারকাদের মধ্যে প্রথমসারিতেই পড়েন জন আব্রাহাম। ঝুলিতে অনেকগুলি হিট সিনেমা। নিজের একটা আলাদা পরিচিতি তিনি তৈরি করতে পেরেছেন। সেই জন আব্রাহাম আবার বিশ্বের নানা প্রান্তের খবরও রাখেন। রাখতে ভালবাসেন।
জিওপলিটিক্স বা ভূরাজনৈতিক বিষয় নিয়ে তাঁর বিস্তর জ্ঞান। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে চর্চা করেন। বিশেষত ইজরায়েল প্যালেস্টাইন সংঘাত বা রাশিয়া ইউক্রেন সংঘাত-এর মত বিষয়গুলি নিয়ে তিনি যথেষ্ট খবরাখবর রাখেন। অনেক আগের সব চুক্তিও তাঁর জানা।
আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে তাঁর নিজস্ব কিছু মতামতও রয়েছে। জনের মতে, এগুলি সম্বন্ধে তিনি সবসময় খবর রাখেন। বিষয়টি নিয়ে ক্রমাগত চর্চা তাঁর যেমন জ্ঞান বৃদ্ধি করেছে, তাঁর ভালোলাগা বাড়িয়েছে। তেমনই তাঁর মধ্যে উদ্বেগেরও জন্ম দিয়েছে।
জন সাফ জানিয়েছেন, তাঁর মধ্যে ভূরাজনৈতিক উদ্বেগ কাজ করে। এসব সংঘাত, লড়াই যে পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে তার জেরে আগামী দিনে পৃথিবীতে কি হবে, এই চিন্তা তাঁর উদ্বেগ বাড়ায়। তাঁর মনে এই চিন্তা হতে থাকে।
একথা জন সংবাদ সংস্থা আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্টই জানিয়েছেন। অনেকের যেমন পরিবেশ সংক্রান্ত উদ্বেগ কাজ করে, জনের মতে, তাঁর মধ্যে ভূরাজনৈতিক উদ্বেগ তেমনভাবেই কাজ করে।
জন আব্রাহামকে এরপর বড় পর্দায় দেখা যেতে চলেছে দ্যা ডিপ্লোম্যাট নামে সিনেমায়। সেখানে তাঁর চরিত্রের সঙ্গে এই ভূরাজনৈতিক চর্চা জড়িয়ে আছে। জনের মতে, তাঁর স্বাভাবিকভাবেই এই বিষয়ে কৌতূহল থাকায় পর্দায় বিষয়টি তাঁর মধ্যে বেশি ফুটে উঠবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা