SciTech

হাতে আসছে মানুষের মস্তিষ্কের মত শক্তিধর কম্পিউটার, কবে জানিয়ে দিলেন গবেষকেরা

কম্পিউটার এখনও যন্ত্রের মতই কাজ করে। তাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত করার চেষ্টা হয়েছে। তবে মানুষের মাথার মত শক্তিধর কম্পিউটার এবার হাতে আসতে চলেছে।

কম্পিউটারের ক্ষমতা বৃদ্ধির চেষ্টা তো নিরন্তর চলছে। তবে কম্পিউটার এখন যতটা শক্তি ধরছে তা পুরোটাই প্রযুক্তি নির্ভর। ক্রমে তার শক্তি বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা।

এখন খুব শক্তিশালী কম্পিউটার মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর। কিন্তু তা যতই শক্তি ধরুক না কেন, মানুষের মস্তিষ্কের মত শক্তিশালী কখনওই নয়।


ফলে কম্পিউটার যতই নানা কাজ করে ফেলুক না কেন, তারও একটা সীমা আছে। তার বেশি কর্মক্ষমতা কম্পিউটারের নেই। এবার সেই সীমারেখাই ভেঙে দিতে চলেছেন বিজ্ঞানীরা। প্রায় মানুষের মস্তিষ্কের শক্তিসম্পন্ন কম্পিউটার এবার তাঁরা আনতে চলেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দাবি করেছেন, এবার আসতে চলেছে ‘বায়ো কম্পিউটার’। যে কম্পিউটার তৈরির সময় মানুষের মস্তিষ্কের কোষ ব্যবহার করা হচ্ছে তাকে শক্তিশালী করার জন্য।


এইভাবে মানুষের মস্তিষ্কের ক্ষমতা কম্পিউটারের মধ্যে প্রবেশ করানোর কৌশলের নাম দেওয়া হয়েছে অর্গানয়েড ইন্টেলিজেন্স। যা বর্তমানে ব্যবহৃত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী।

স্বভাবতই কৌতূহল জাগে যে এমন মানুষের মস্তিষ্কের ক্ষমতায় বলিষ্ঠ কম্পিউটার কবে হাতে পাওয়া যাবে? তারও উত্তর দিয়েছেন গবেষকেরা।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, যেভাবে কাজ এগোচ্ছে তাতে আগামী দশকেই বিশ্ববাসী এমন কম্পিউটার হাতে পেতে চলেছেন। যা কম্পিউটারের কর্মক্ষমতার পরিধিটাই বদলে দেবে। তাকে এখনকার চেয়ে শতগুণ শক্তিশালী ও কর্মক্ষম করে তুলবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button