বৃষ্টি চলছিল। আর তার জেরেই আচমকা ধেয়ে আসে হড়কা বান। কিছু বুঝে ওঠার আগেই ভাসিয়ে নিয়ে যায় বহু মানুষকে। তাঁদের মধ্যে ২১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশই কিশোর। স্কুল পড়ুয়া। এরা একটি স্কুল বাসে করে ওই এলাকায় ঘুরতে গিয়েছিল। আচমকাই ধেয়ে আসে হড়কা বান। জলের তোড়ে ভেসে যায় স্কুলবাসটি। মৃত ছাড়াও ৩৫ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। আপাতত তাঁরা চিকিৎসাধীন। প্রশাসনের চিন্তা আরও বাড়িয়েছে পড়ুয়া সহ বহু মানুষের নিখোঁজ হয়ে যাওয়া। হড়কা বানে ভেসে যাওয়ার পর থেকে তাঁদের আর কোনও খোঁজ নেই। ঘটনাটি ঘটেছে দক্ষিণ জর্ডনে। ডেড সি-র খুব কাছেই ঘটা এই হড়কা বানে মৃতদের মধ্যে ৩ জন ইরাকি নাগরিক রয়েছেন।
জর্ডনে একটানা বৃষ্টি চলেছে শুক্রবার পর্যন্ত। সেই বৃষ্টিতে বিভিন্ন পাহাড়ি এলাকায় হড়কা বান এখানে নতুন নয়। তবে শনিবার যা ঘটল তাতে গোটা জর্ডন শোকাহত। এত কিশোরের মৃত্যু এখনও মেনে নিতে পারছেন না দেশবাসী।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)