নাম জে ওয়াই পিল্লাই। বয়স ৮৩ বছর। সিঙ্গাপুরের কার্যনির্বাহী প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন ভারতীয় বংশোদ্ভূত এই আমলা। আগামী মাসে সেখানে নির্বাচন রয়েছে। সেই নির্বাচনে যিনি জয়ী হয়ে আসবেন, তিনিই সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হবেন। তবে তার আগে কার্যভার সামলাবেন পিল্লাই। গত বৃহস্পতিবারই সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হিসাবে তাঁর ৬ বছরের কার্যকাল পূর্ণ করেছেন টনি ট্যান। ফলে শুক্রবার থেকে প্রেসিডেন্টের পদ খালি। সেই আসনেই বসানো হল পিল্লাইকে।
যদিও সিঙ্গাপুরের প্রেসিডেন্ট পদে প্রক্সি দেওয়া পিল্লাইয়ের জন্য নতুন নয়। যতবারই প্রেসিডেন্ট দেশের বাইরে যান তখনই ডাক পড়ে এই বর্ষীয়ান আমলার। সেই সময়ের জন্য তিনিই দেশের প্রেসিডেন্টের কার্যভার সামলান। এভাবে এখনও পর্যন্ত প্রায় ৬০ বার এই দায়িত্ব সামলেছেন তিনি।