Sports

২২ নম্বরের জন্য ৮০ লক্ষ টাকার গাড়ি উপহার দিলেন তরুণ

আর পাঁচটা নম্বরের মতই ২২ একটা নম্বর। সেই নম্বরটার জন্য কেউ যে ৮০ লক্ষ টাকা খরচ করে একটা গাড়ি উপহার দিতে পারে তা অনেকের ভাবনার অতীত।

তিনি পেয়েছিলেন ২৬ নম্বর। কিন্তু তাঁর পছন্দ ২২ নম্বর। এদিকে ২২ নম্বরটা তো দেওয়া যাবেনা। কারণ তা অন্য একজনের নামের সঙ্গে জুড়ে আছে। কিন্তু তাঁর তো ২৬ চলবে না। এর আগে ৭ বছর ধরে তাঁর সঙ্গে ২২ নম্বরটা জুড়ে ছিল। তাই ২২-এর প্রতি তাঁর অন্য দুর্বলতা।

ঘটনাটা একটু খুলে বলা যাক। গত ৭ বছরে জুয়ান সোতো নামে ওই খেলোয়াড় ৩টি ক্লাবের হয়ে খেলেছেন। ওই ৩টি ক্লাবেই তাঁর জার্সির নম্বর ছিল ২২। এবার জুয়ান নতুন দলে যোগ দিয়েছেন।


নিউ ইয়র্ক মেটস নামে ওই বেসবল দলে তিনি যোগ দেওয়ার পর তাঁকে ২৬ নম্বর জার্সি দেওয়া হয়। কারণ ওই দলের অন্য এক পুরনো খেলোয়াড় ব্রেট ব্যাটির জার্সি নম্বর ২২।

কিন্তু জুয়ান সোতো চান ২২ তিনি পরবেন। এজন্য তিনি তাঁর চেয়ে সিনিয়র খেলোয়াড় ব্রেটের কাছে জার্সি নম্বরটির জন্য অনুরোধ করেন। জুয়ান সোতোর সেই ইচ্ছা পূরণও করেন ব্রেট ব্যাটি। তিনি তাঁর জার্সি নম্বরটি জুয়ানকে দিয়ে দেন।


এতে বেজায় খুশি হন জুয়ান সোতো। তাঁর পছন্দের নম্বর ব্যাটি তাঁকে উপহার দেওয়ায় তিনিও পাল্টা উপহার দিয়েছেন ব্যাটিকে। একটি ৯২ হাজার ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮০ লক্ষ টাকা, এই দামের একটি এসইউভি গাড়ি উপহার দিয়ে সোতো কার্যত ব্যাটিকে চমকে দেন।

সোতো ধন্যবাদও জানান তাঁকে ২২ নম্বর জার্সি দেওয়ার জন্য। প্রসঙ্গত মার্কিন মুলুকে অন্যতম পছন্দের খেলা বেসবল। অনেকগুলি বেসবল দল রয়েছে আমেরিকায়। তার একটি প্রথমসারির দল হল নিউ ইয়র্ক মেটস।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button