আফগানিস্তানের কাবুলে কাজ করতে যাওয়া কলকাতার এক মহিলা মানবাধিকার কর্মীকে বৃহস্পতিবার রাতে পার্টি থেকে ফেরার সময় অপহরণ করা হয়। কে বা কারা তাঁকে অপহরণ করেছে তা অজানা। তাঁর দেহরক্ষী ও গাড়ির চালককেও অপহরণ করা হয়েছে। শেষ কয়েকমাস ধরেই জুডিথ ডিসুজা নামে কলকাতার বাসিন্দা ওই মহিলা কাবুলে তাঁর ফাউন্ডেশনের হয়ে কাজ করছিলেন। তাঁর সঙ্গে বাড়ির নিয়মিত যোগাযোগ চিল। গত বুধবারও তাঁর সঙ্গে বাড়ির সকলের কথা হয়। ফোনে তিনি তাঁর মা ও দিদিকে জানান আগামী ১৫ জুন কলকাতা ফিরছেন তিনি। কিন্তু তার আগেই এদিন তাঁকে অপহরণ করা হল। খবরটা শোনার পর থেকেই উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে ডিসুজা পরিবার। বাড়ির মেয়ের খবর জানতে বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করছেন তাঁরা। এদিকে গোটা বিষয়টির দিকে নজর রাখছে দিল্লির বিদেশ মন্ত্রকও। জুডিথ ডিসুজার পরিবারের দাবি, গত ১০ বছর ধরে তিনি মানবাধিকার কর্মী হিসাবে কাজ করছেন। বেশ কয়েকবার কাবুল গেছেন। কিন্তু কখন তাঁকে সেখানে কোনও সমস্যার মুখে পড়তে হয়নি। এর আগে কখনও তাঁকে কোনও রকম হুমকির মুখেও পড়তে হয়নি। এদিকে জুডিথকে ফেরানো উদ্যোগ নিয়ে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে ট্যুইট করেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ ব্রায়েন। উত্তরও দেন সুষমা। জানিয়ে দেন জুডিথকে মুক্ত করতে সবরকম চেষ্টা করা হবে। জুডিথের কলকাতার বাড়িতে ফোন করেও তাঁর পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের আস্বস্ত করেন বিদেশমন্ত্রী। কাবুলে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকেও জুডিথের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।
Read Next
Kolkata
November 19, 2024
বরসহ বরযাত্রীদের বিবাহবাসরে পৌঁছতে অভিনব সাহায্য রেলের
Kolkata
November 8, 2024
নতুন বছরে নতুন আদি গঙ্গা, কলকাতার বুক চিরে গড়াবে নতুন জল
November 19, 2024
বরসহ বরযাত্রীদের বিবাহবাসরে পৌঁছতে অভিনব সাহায্য রেলের
November 8, 2024
নতুন বছরে নতুন আদি গঙ্গা, কলকাতার বুক চিরে গড়াবে নতুন জল
November 4, 2024
রেশন দোকানে পাওয়া যেতে চলেছে নতুন স্লিপ, মুছে যাবে যাবতীয় ভুল বোঝাবুঝি
October 29, 2024
আকাশে মেঘের আনাগোনা, কালীপুজো কি বৃষ্টিতে ভাসবে, মিলল পূর্বাভাস
Related Articles
Leave a Reply