৩ দিন কেটে গেলেও এখনও খোঁজ মিলল না কাবুলে অপহৃত কলকাতার মেয়ে জুডিথ ডিসুজার। যত দিন যাচ্ছে পরিবারের উদ্বেগ তত বাড়ছে। তবে যেভাবে বিদেশমন্ত্রক তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছে ও সবরকম আশ্বাস দিচ্ছে তাতে খুশি তাঁরা। রবিবার এন্টালিতে জুডিথের বাড়িতে যান একটি বাম প্রতিনিধিদল। দলে ছিলেন সীতারাম ইয়েচুরি, সুজন চক্রবর্তী, দেবেশ দাস সহ আরও অনেকে। বেশ কিছুক্ষণ তাঁরা জুডিথের পরিবারের সঙ্গে কথা বলেন। জুডিথকে ফেরাতে তাঁদের পক্ষে যা সম্ভব তা করার সবরকম আশ্বাসও দেন তাঁরা। এদিকে জুডিথের মুক্তি নিয়ে উদ্যোগের কথা জানিয়ে বিদেশমন্ত্রীকে চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
Leave a Reply