
কলকাতার মেয়ে জুডিথ ডিসুজাকে ফেরাতে উদ্যোগী হতে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনিকে অনুরোধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বেচ্ছাসেবী সংস্থা আগা খান ফাউন্ডেশনের হয়ে কাবুলে কাজ করতে গিয়ে জুন মাসের ৯ তারিখ অপহৃত হন জুডিথ। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ নেই। তাঁকে পণবন্দি করা হয়েছে কিনা সে বিষয়েও কোনও সংগঠন কোনও দাবি জায়াননি। কার্যত তারপর থেকে ভ্যানিস হয়ে গেছেন জুডিথ। যদিও আফগান পুলিশের ধারণা জুডিথকে অপহরণ করেছে তালিবানরা। ভারতের বিদেশ মন্ত্রকের তরফেও জুডিথকে ফেরানোর যাবতীয় উদ্যোগ নেওয়া হয়। কিন্তু এখনও তাঁর কোনও খোঁজ নেই। এখন প্রধানমন্ত্রী স্বয়ং উদ্যোগ নেওয়ায় জুডিথকে উদ্ধারের চেষ্টায় আরও গতি আসবে বলই মনে করছেন তাঁর পরিবার।