
অবশেষে ঘরের মেয়ে ঘরে ফিরল। রবিবার বিকেল ইন্ডিগোর বিমানে কলকাতায় পা দেন জুডিথ ডিসুজা। গত ৬ সপ্তাহ ধরে যাঁর খোঁজে এতটুকু ঢিল দেয়নি কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। জুডিথকে অপহরণের চক্রব্যূহ থেকে ঘরে ফেরাতে আফগান সরকারও তাদের সব শক্তি কাজে লাগিয়েছে। অবশেষে ৬ সপ্তাহ লড়াইয়ের শেষে এসেছে সাফল্য। জুডিথকে খুঁজে পায় আফগান পুলিশ। তুলে দেয় ভারত সরকারের হাতে। গত ৯ জুন কাবুলে একটি পার্টি সেরে ফেরার সময় অপহরণ করা হয় জুডিথ ডিসুজাকে। তখনই বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ফোন করে এন্টালিতে জুডিথের উদ্বিগ্ন পরিবারকে আশ্বস্ত করেন। জুডিথকে ফেরাতে কেন্দ্রের সঙ্গে কথা বলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনও। গত শুক্রবার জুডিথকে খুঁজে পাওয়ার পর তাঁর সঙ্গে কথা বলেন সুষমা স্বরাজ। পরে ট্যুইট করে জানিয়ে দেন জুডিথ ভাল আছেন। দেশে ফিরছেন। এদিন দিল্লি থেকে দমদম বিমানবন্দরে নামার পর কড়া সুরক্ষা বলয়ের মধ্যে আগা খান ফাউন্ডেশনের এই কর্মীকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। ফুলে, খুশিতে জুডিথকে বরণ করে নেন তাঁর বাড়ির লোকজন সহ প্রতিবেশিরা। অনেকেই সন্ধেয় এসে দেখা করে যান জুডিথের সঙ্গে।