কার জন্য হাজার গাছ, খোলসা করলেন জুহি চাওলা, শুনেই আবদার ফারাহ খানের
জুহি চাওলা নামটা বলিউডের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়। সেই জুহি এবার খোলসা করলেন কার জন্য তাঁর তরফ থেকে ১ হাজার গাছ।
জুহি চাওলা নামটা বলিউডের একের পর এক হিটের সঙ্গে জড়িয়ে আছে। এমন এক নায়িকা যিনি পর্দায় মানে সে সিনেমার বক্স অফিসে ভাল ফল। সেই জুহি চাওলা সোশ্যাল মিডিয়ায় লিখলেন তিনি একজনকে ১ হাজার গাছ দিলেন।
যাঁকে দিলেন তিনি যেমন এক দারুণ মানুষ, তেমনই বিরক্তিকর! তারপরই তিনি লেখেন ঠিকই ধরেছেন তিনি তাঁর স্বামী জয় মেহেতার কথাই বলছেন।
যাঁকে তিনি ১ হাজার গাছ দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান। জুহির এই ১ হাজার গাছ কিন্তু বলিউডে বেশ মজার এক পর্বে রূপান্তরিত হয়েছে।
কোরিওগ্রাফার পরিচালক ফারাহ খান জুহির এই পোস্ট দেখে এমন এক পাল্টা পোস্ট করেছেন যে তা নিয়ে বেশ হইচই শুরু হয়েছে। জুহির ওই পোস্টের পর ফারাহ লেখেন তিনি সেই জঙ্গলটা দেখতে চান। বোঝাই যাচ্ছে তিনি কোন জঙ্গল নিয়ে মজা করে এটা লিখেছেন।
জুহি যেহেতু ১ হাজার গাছ স্বামীর জন্মদিনে তাঁকে উপহার দিয়েছেন, তাই সেই সহস্র গাছের জঙ্গলটা তো নিশ্চয়ই কোথাও আছে! তাই তা ফারাহ দেখতে চেয়েছেন।
অবশ্যই পুরোটা মজার ছলে। জুহির ১ হাজার গাছের জঙ্গল যে বাস্তবে নেই তা সকলের জানা। তবে ফারাহ মজা করার সুযোগটা হাতছাড়া করতে চাননি।
১৯৮৪ সালে মিস ইন্ডিয়া খেতাব জয়ের পর জুহি চাওলার সাফল্যের চাকা কখনও থেমে যায়নি। ১৯৮৬ সালে ‘সলতনৎ’ নামে একটি হিন্দি সিনেমায় অভিনয় দিয়ে তাঁর বলিউডে হাতেখড়ি।
তবে জুহির প্রথম হিট আমির খানের সঙ্গে ‘কেয়ামত সে কেয়ামত তক’। তারপর ‘হাম হ্যাঁয় রাহি পেয়ার কে’, ‘ডর’, ‘ইশক’, ‘বোল রাধা বোল’, ‘ইয়েস বস’, ‘লুটেরে’, ‘দিওয়ানা মস্তানা’ সহ অনেক সিনেমায় জুহির অভিনয় তাঁকে বলিউডের অন্যতম নায়িকা করে তোলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা