Sports

হকির যুব বিশ্বকাপ জিতে নিল ভারত

হকির যুব বিশ্বকাপ জিতে নিল ভারত। লখনউতে ভারতীয় তরুণরা হারিয়ে দিল শক্তিশালী প্রতিপক্ষ বেলজিয়ামকে। টানটান উত্তেজনার ম্যাচে ২-১ গোলে জয় পায় ভারত। শেষবার ভারতীয় যুবরা এই খেতাব জিতেছিল ২০০১-এ। ১৫ বছর পর ফের যুব বিশ্বকাপ ঘরে তুলল তারা। এদিন ম্যাচের প্রথমার্ধে প্রবল দাপট বজায় রেখেছিল ভারত। প্রথামর্ধেই সিমরনজিৎ সিং ও গুরজন্ত সিংয়ের গোলে ২-০ এ এগিয়ে যায় ভারত। দ্বিতীয়ার্ধে গোল শোধের মরিয়া চেষ্টা চালিয়ে যায় বেলজিয়াম। একটা গোল শোধ করতে সফলও হয়। তবে ওইটুকুই। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে গোটা ভারতীয় শিবির। গোটা গ্যালারিও তখনও আবেগ উচ্ছ্বাসে মাতোয়ারা। এই প্রথম যুব বিশ্বকাপে কোনও আয়োজক দেশ জয়ী হল। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মত প্রতিপক্ষকে হারানোর পরই ভারতের কাপ জয়ের আসায় বুক বাঁধছিলেন সকলে। অবশেষে সেই জয় পেল তারা। এই প্রতিযোগিতায় একটা ম্যাচও না হেরে এই সাফল্য ফেল ভারতীয় যুবরা। জয়ী দলের প্রত্যেক খেলোয়াড়কে ৩ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল।

 



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button