সেই আবার ইরান। সেই আবার ভয়ংকর টানটান ম্যাচ। আর সেই স্বপ্নের জয়। ইতিহাসের পুনরাবৃত্তি হল আমেদাবাদে। কাবাডি বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে ইরানকে ৩৮-২৯ পয়েন্টে হারিয়ে দিলেন অজয় ঠাকুর, নীতীন টোমাররা। টার্নিং পয়েন্ট হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা। যেখানে ভারত এককথায় কামাল করতে থাকে কোর্টে। শুরু থেকে কড়া প্রতিদ্বন্দ্বিতা দিয়ে চলা ইরান ক্রমশ যেন ছন্নছাড়া হতে থাকে। এরপরটা সহজ জয় আর তারপর কোর্টে একপ্রস্ত সেলিব্রেশন।
দীপাবলির আগে ভারতবাসীর জন্য বিশ্বখেতাব এনে দিয়ে কার্যতই খুশি ধরে রাখতে পারছিলেননা খেলোয়াড়েরা। চ্যাম্পিয়নশিপ ট্রফি হাতে তারা কখনও লাফিয়েছেন, কখনও বসে ছবি তুলেছেন, কখনও গোটা কোর্ট গোল গোল ঘুরেছেন। কী করে আনন্দ করবেন তা তাঁদের কারও তখন মাথায় ঢুকছিল না। গোটা বিশ্বকে কাবাডির মত একটা খেলা উপহার দিয়েছে ভারত। এখন গোটা বিশ্ব কাবাডি নিয়ে মাতোয়ারা। এই অবস্থায় ভারতীয়. খেলোয়াড়দের এদিনের আশা দ্রুত অলিম্পিক্সে জায়গা করে নেবে কাবাডি।