বলিউডে হিরোরা হরতাল করেছে নাকি, পরিচালককে কেন বলেছিলেন কবীর বেদী
খুন ভরি মাঙ্গ ভারতীয় চলচ্চিত্রের একটি এমন সিনেমা যা চিরদিন অমর হয়ে থাকবে। সেই সিনেমায় তাবড় তারকাদের ছেড়ে কেন কবীর বেদীকেই বেছে নিয়েছিলেন পরিচালক।
রেখা আর কবীর বেদীর ‘খুন ভরি মাঙ্গ’। ১৯৮৮ সালে কার্যত ভারতীয় সিনেমায় তোলপাড় ফেলে দিয়েছিল এই সিনেমাটি। বক্স অফিস কাঁপানো এই সিনেমায় বলিউডের তাবড় হিরো বা ভিলেনকে নেওয়া যেত।
কিন্তু সকলকে ছেড়ে কেন হাওয়াইতে বসে থাকা কবীর বেদীকেই ফোন করতে হয়েছিল পরিচালক রাকেশ রোশনকে। সেকথা আজও ভুলতে পারেননি কবীর বেদী।
কবীর বেদী অনেক হলিউড সিনেমা বা সিরিজে অভিনয় করেছেন। তেমনই একটি আমেরিকান সিরিজের শ্যুটিংয়ে টম সেলেক-এর সঙ্গে তিনি তখন হাওয়াই দ্বীপপুঞ্জে।
সেখানেই চলছিল শ্যুটিং। কবীর বেদী বলে চলেন, শ্যুটিং শেষ করে সন্ধেয় হোটেলে ফিরে তিনি সমুদ্রের দিকে তাকিয়েছিলেন সেদিন। তখনই ফোনটা আসে।
ফোন করেছিলেন রাকেশ রোশন। ফোনে তিনি জানান একটি সিনেমা করছেন। যে সিনেমায় হিরো হিসাবে তিনি কবীর বেদীকেই চান। খুশি প্রকাশ করেও কবীর বেদী জিজ্ঞেস করেন, বলিউডে হিরোদের হরতাল চলছে নাকি যে তাঁকে হাওয়াইতে ফোন করে সিনেমার হিরো করতে চাওয়ার প্রস্তাব দিতে হচ্ছে রাকেশ রোশনকে?
উত্তরে রাকেশ রোশন জানান, এই সিনেমায় হিরো ভিলেনও। তাই বলিউডে যে হিরোরা রয়েছেন তাঁরা কেউই এই রোলটা করতে চাইবেন না। কারণ সেক্ষেত্রে ভিলেনের অভিনয় করতে হবে।
আবার চেনা ভিলেন কাউকে নিলে দর্শকদের কাছে বিষয়টা আগে থেকেই পরিস্কার হয়ে যাবে। তাই তিনি কবীর বেদীকেই এই রোলের জন্য সঠিক মনে করছেন।
বলা বাহুল্য খুন ভরি মাঙ্গ সুপারহিট হয়েছিল সে সময়। অস্ট্রেলিয়ান মিনি সিরিজ রিটার্ন অফ ইডেন অবলম্বনে তৈরি এই সিনেমা এখনও সমানভাবে আকর্ষিত করে দর্শকদের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা