জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি কবীর সুমন
গায়ক কবীর সুমন হাসপাতালে ভর্তি। তাঁকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা। তাঁর করোনা পরীক্ষা হয়েছে। আরটিপিসিআর টেস্ট করা হয়েছে।
গায়ক তথা প্রাক্তন সাংসদ কবীর সুমন হাসপাতালে ভর্তি। প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তাঁর অক্সিজেন স্যাচুরেশনও স্বাভাবিকের চেয়ে কম ছিল। ভর্তির সময় ৯০ ছিল অক্সিজেন স্যাচুরেশন। ফলে তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। শরীরে জ্বরও ছিল হাসপাতালে ভর্তির সময়।
কবীর সুমনের এসব উপসর্গ দেখার পর তাঁর করোনা কিনা তা পরীক্ষা করতে আরটিপিসিআর পরীক্ষা করা হয়েছে। তাঁকে বাড়ি থেকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। মধ্যরাতে তাঁকে হাসপাতালে আনা হয়। উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন কবীর সুমন।
সেখানে মেডিসিন বিভাগের প্রধান সৌমিত্র ঘোষের তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন কবীর সুমন। তাঁর শারীরিক পরিস্থিতি উদ্বেগের। তবে চিকিৎসকেরা পরিস্থিতির দিকে নজর রেখেছেন। দেওয়া হচ্ছে ওষুধ।
বাংলা গানের জগতে নব্বই দশকের শুরুতে কার্যত বিপ্লব এনে দিয়েছিলেন কবীর সুমন। তাঁর একদম ভিন্ন ধারার গানের সুরে সে সময় মাতাল হয়েছিল বাংলার আট থেকে আশি। কবীর সুমনের ক্যাসেট বার হওয়া মানেই ছিল সুপারহিট। তোমাকে চাই দিয়ে শুরু হয়ে সেই গণহিস্টিরিয়া।
সেই কবীর সুমন রাজনীতির সঙ্গে যুক্ত হন নন্দীগ্রাম আন্দোলনের পর। প্রত্যক্ষভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে সুর চড়ান তিনি। ২০০৯ সালে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে জিতে সাংসদও হন। ১৫ তম লোকসভার সাংসদ হিসাবে ৫ বছরের মেয়াদও সম্পূর্ণ করেন। তবে শেষের দিকে তৃণমূলের সঙ্গে তাঁর কিছুটা দূরত্ব তৈরি হয়।
২০১৪ সালের লোকসভায় অবশ্য তিনি ভোটে দাঁড়াননি। তারপর থেকে তাঁকে প্রত্যক্ষ রাজনীতিতে সেভাবে দেখা যায়নি। নিজের গানের জগত নিয়েই আছেন কবীর সুমন।