কৈলাস মানসসরোবর যাত্রা শেষে ফেরার পথে আটকে পড়লেন বহু ভারতীয় পুণ্যার্থী। সিমিকোট ও হিলসায় অনেকেই আটকে পড়েছেন। কয়েকশো পুণ্যার্থী আটকে পড়েছেন তিব্বতের দিকেও। প্রবল বৃষ্টি ও ভূমিধ্বসের কারণে তাঁরা কোনও দিকেই যেতে পারছেননা। অথচ দুর্গম এলাকায় প্রাণ হাতে করে থমকে থাকতে হচ্ছে। সড়কপথে ফেরারও কোনও উপায় তাঁদের নেই। ইতিমধ্যেই আটকে থাকা পুণ্যার্থীদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। যার মধ্যে ১ জনের হার্ট অ্যাটাকে ও অন্যজনের উচ্চতাজনিত জ্বরে মৃত্যু হয়েছে বলে জানাচ্ছে বিভিন্ন সংবাদমাধ্যম। এদিকে আটকে থাকা পুণ্যার্থীদের দ্রুত ফেরানোর ব্যবস্থা শুরু করেছে নেপালের ভারতীয় দূতাবাস। এছাড়া ভারতের বিদেশমন্ত্রকও তৎপর হয়েছে।
পুণ্যার্থীদের ফেরাতে নেপাল সেনার সাহায্য নিচ্ছে ভারত। গত মঙ্গলবার ও বুধবার মিলিয়ে সিমিকোট থেকে ৫০০ জনের মত পুণ্যার্থীকে আকাশপথে ফিরিয়ে আনা হয়েছে। হিলসা থেকেও ২৫০ জনকে ফেরানো হয়েছে। ভারতীয় দূতাবাসের তরফে আটকে পড়া ভারতীয়দের একেবারে আতঙ্কিত হতে মানা করা হয়েছে। তাঁদের প্রত্যেককেই ফিরিয়ে আনা হবে বলে আশ্বস্ত করা হয়েছে। যদিও এখনও হাজারের ওপর পুণ্যার্থী সিমিকোট, হিলসা ও তিব্বতের দিকে আটকে পড়ে আছেন। তাঁদের উদ্ধারের সবরকম চেষ্টা চালাচ্ছে ভারতীয় দূতাবাস। তবে উদ্ধারকাজে কিছুটা হলেও বাধার কারণ হচ্ছে আবহাওয়ার পরিস্থিতি। আবহাওয়া অনুকূল না হলে আকাশপথে আটকে পড়া পুণ্যার্থীদের উদ্ধার করা কিছুটা হলেও মুশকিল হচ্ছে। পুরো অবস্থার ওপর নজর রাখছে ভারতীয় বিদেশমন্ত্রক।
(ছবি – সৌজন্যে – ট্যুইটার)