Entertainment

সেটে সেদিন অজ্ঞান হয়ে গিয়েছিলেন করণ জোহর, ২২ বছর পর গল্প বললেন কাজল

বলিউড সিনেমায় এ সিনেমা অন্যতম স্থান দখল করে থাকবে। সেই সিনেমা তৈরির সময় পরিচালক করণ জোহর আচমকা অজ্ঞান হয়ে গেলেন। কারণ জানালেন অভিনেত্রী কাজল।

নতুন শতকের প্রথমদিক। ২০০১ সালে মুক্তি পায় ভারতীয় সিনেমার অন্যতম এক মাইলস্টোন সিনেমা কভি খুশি কভি গম। এমন এক সিনেমা যাকে তারকাখচিত বললেও কম বলা হয়। বলিউডের প্রথমসারিতে থাকা তারকার মেলা বসেছিল সিনেমায়।

অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, হৃতিক রোশন, কাজল, করিনা কাপুর প্রতিটি নামই বলিউডের প্রথমসারিতে পড়ে। এমন এক তারকাখচিত সিনেমার শ্যুটিং চলছিল তখন। সেই সময় একদিন সেটে পরিচালক করণ জোহর আচমকা অজ্ঞান হয়ে যান।


সিনেমার ২২ বছর পর কাজল সেই স্মৃতি রোমন্থন করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, করণ জোহরের অজ্ঞান হয়ে যাওয়ার কারণ ছিল প্রবল গরম।

সেটে সেদিন অসহ্য গরম ছিল। কাজলের মতে, সত্যিই প্রচণ্ড গরম। সেই গরমে ডিহাইড্রেশন থেকে অজ্ঞান হয়ে যান করণ জোহর। স্বয়ং পরিচালক এভাবে অসুস্থ হওয়ায় সেটে অবশ্যই শোরগোল পড়েছিল।


কভি খুশি কভি গম কিন্তু নয়া শতাব্দীর শুরুতেই বলিউডের অন্যতম হিট সিনেমার তালিকায় চলে যায়। কাজল লিখেছেন ওই সিনেমা করতে গিয়ে তিনি প্রথমবার পিরামিডের সামনে গিয়েছিলেন। সেটাও তাঁর কাছে এক অনন্য অভিজ্ঞতা।

Kajol
ফাইল : কাজল, ছবি – আইএএনএস

তারপর ২২টা বছর কেটে গেছে। সেই কথাই লেখেন কাজল। এই সিনেমার তারকারা আজও বলিউডের প্রথমসারিতেই পড়েন। তাঁরা আজও অম্লান। এখনও তাঁরা পর্দায় আসা মানেই দর্শকরা আলাদা স্ফূর্তি খুঁজে পান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button