শুধু বাংলায় নয়, মাকালীকে নিয়ে উৎসব পালিত হয় এশিয়ার অন্য দেশেও
মাকালীর পুজো অনেক জায়গায় প্রচলিত। তবে এশিয়া মহাদেশে বাংলা ছাড়া মাকালীকে ঘিরে উৎসব পালিত হয় আর মাত্র ১টি জায়গায়।
মাকালীর পুজো ভারতের বিভিন্ন প্রান্তেই হয়। সেখানে মন্দিরও রয়েছে। ভারতের বাইরেও মাকালীর মন্দির রয়েছে। প্রতিবেশি রাষ্ট্রগুলিতে তো বটেই।
তবে মাকালীকে ঘিরে উৎসব কলকাতা ছাড়া পালিত হয় এশিয়ার আর মাত্র ১টি শহরে। যে শহর ভারতে নয়। সেখানে হিন্দুরাও সংখ্যালঘু। তবে সেই পুজো চলে আসছে বহু বছর ধরে। আর তাকে ঘিরে উৎসব হয় ৩ দিন ধরে।
৫১ সতীপীঠের এক অন্যতম সতীপীঠ হিংলাজ মাতার মন্দির যেমন পাকিস্তানে, তেমনই পাকিস্তানের বালুচিস্তানের কালাট শহরে রয়েছে ঐতিহাসিক কালী মা মন্দির। যেখানে মাকালীর রূপও একটু অন্যরকম।
এই কালীমন্দিরে উৎসবের ৩ দিন পাকিস্তানের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দুরা হাজির হন মাকালীর পুজোয় অংশ নিতে। এখানে ভক্তরা খাবারের স্টল বসান। যেখান থেকে এই ৩ দিন বিনামূল্যে খাবার পরিবেশন করা হয়। এছাড়া মাকালীর ওপর বিভিন্ন বই, ধর্মীয় বই বিক্রি হয়।
কালাট শহরটি ব্রিটিশ আমল থেকেই যথেষ্ট জমজমাট শহর হিসাবে পরিচিত। সেখানে শীতের অন্তিম লগ্নে মাকালীর মন্দিরের উৎসবকে সামনে রেখে উপচে পড়ে ভক্তদের ভিড়।
পাকিস্তানের অন্যতম সংবাদপত্র দ্যা এক্সপ্রেস ট্রিবিউনকে দেওয়া সাক্ষাৎকারে কালাটে উপস্থিত হিন্দু ভক্তরা জানিয়েছেন পাকিস্তান তাঁদের দেশ। আর এই মন্দিরে কালীপুজো ও উৎসবের মধ্যে দিয়ে আদপে তাঁরা হিন্দু মুসলমান সম্প্রীতির বার্তা তুলে ধরেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা