চলে গেলেন প্রখ্যাত চিত্র পরিচালক কল্পনা লাজমি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৪ বছর। দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন। কিডনির ক্যানসার ধরা পড়েছিল তাঁর। মারণ ব্যাধিতে অকালেই চলে গেলেন ভারতীয় সিনেমার প্রখ্যাত পরিচালক। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা চলচ্চিত্র জগত। খ্যাতনামা গায়ক ভূপেন হাজারিকার দ্বিতীয় পক্ষের স্ত্রী কল্পনা তাঁর সিনেমায় নারীদের কথা তুলে ধরেছেন বারবার। তাঁদের জীবন, যন্ত্রণা, দুঃখ, কষ্ট, ভালোলাগা, খারাপ লাগা সবই তাঁর সিনেমায় এক অন্যমাত্রা পেয়েছে। রুদালীর মত কালজয়ী সিনেমার পরিচালক ছিলেন তিনি। রুদালী ভারত থেকে অস্কার মঞ্চেও হাজির হয়েছিল সেরা বিদেশি ভাষার সিনেমার দৌড়ে। শ্যাম বেনেগালের সহকারী হিসাবে তাঁর জীবন শুরু। তারপর নিজেই পরিচালনা করেছেন একের পর এক সিনেমা। একের পর এক হিট সিনেমা দিয়েছেন কল্পনা লাজমি। চিঙ্গারি, এক পল, দমন-এর মত হিট সিনেমা ভারতীয় চলচ্চিত্রকে দিয়ে গেলেন তিনি।
মুম্বইতে রবিবার ভোর সাড়ে ৪টে নাগাদ কল্পনা লাজমির মৃত্যু হয়। ২০০৬ সালে তিনি শেষবারের মত পরিচালক হিসাবে কাজ করেন। চিঙ্গারিই তাঁর শেষ সিনেমা। যাতে তিনি মিঠুন চক্রবর্তী, সুস্মিতা সেনকে নিয়ে কাজ করেন। স্বামী ভূপেন হাজারিকাকে নিয়ে একটি বইও লেখেন তিনি।
(ছবি – সৌজন্যে – ফেসবুক – @ruma.hazarika.9)