National

নতুন দল গড়লেন কমল হাসান, নাম ‘মাক্কাল নিধি মায়াম’, সামনে এল প্রতীকও

ঘোষণা আগেই করেছিলেন। সেইমত বুধবার সকাল থেকেই সাধারণ মানুষ থেকে মিডিয়ার নজরে ছিলেন দক্ষিণের সুপারস্টার কমল হাসান। রাজনীতির ময়দানে পা রাখার কথা আগেই ঘোষণা করেছিলেন। বুধবার ছিল তাঁর নতুন দলের নাম ঘোষণা। সেজন্য সকাল থেকেই মুখিয়ে ছিলেন মানুষজন। সকালে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের বাড়িতে যান কমল হাসান। জানান প্রাক্তন রাষ্ট্রপতির বাড়ি যাওয়ার মধ্যে কোনও রাজনীতি নেই। কেবলই শ্রদ্ধাজ্ঞাপন। সেখান থেকে পরে মাদুরাই এসে একটি জনসভায় যোগ দেন। সেখান থেকেই তাঁর নতুন দলের নাম ঘোষণা করেন কমল। তাঁর নতুন দলের নাম ‘মাক্কাল নিধি মায়াম’। দলের পতাকা ও প্রতীকও এদিন সামনে এনেছেন দক্ষিণী সুপারস্টার। লাল ও সাদা রংয়ের ৬টি হাত। কব্জির কাছ থেকে একটা হাত অপর হাতকে ধরে রেখেছে। এভাবেই তৈরি হয়েছে হাতের বন্ধনের গোলক। তার মাঝের অংশটা কালো। সেই কালো অংশের মাঝে একটি সাদা তারা রয়েছে। এটাই তাঁর দলীয় প্রতীক।

মাদুরাইতে বুধবার দলের নাম ও প্রতীক ঘোষণার সময় ভিড়ে ঠাসা জমকালো জনসভায় ৬২ বছরের কমল হাসানের পাশে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নাম ঘোষণার পর কমল হাসান বলেন, তাঁর দলে তিনি নেতা নন। ‘মাক্কাল নিধি মায়াম’-র অনুগামী সবাই এই দলের নেতা। মানুষ এর নেতা। তাঁরাই চলার পথ দেখাবেন। তাঁর দলের কোনও ডান বা বাম চরিত্র নেই। বরং তিনি কেন্দ্রে আছেন। প্রসঙ্গত কমল হাসানের মত আর এক দক্ষিণী সুপারস্টার রজনীকান্তও কিছুদিন আগে রাজনীতির ময়দানে পা রেখেছেন।


(ছবি – সৌজন্যে – ট্যুইটার)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button