এভারেস্টের চূড়ায় ২৬ বার ঘুরে এলেন কামি, এবার গেলেন দড়ি বাঁধতে
এভারেস্টের চূড়া ছোঁয়া এখনও বহু পর্বতারোহীর স্বপ্ন। সকলে পারেন না পুরো পথ অতিক্রম করতে। সেখানে ২৬ বার এভারেস্টের চূড়ায় ঘুরে এলেন ৫২ বছরের কামি।
তাঁর যা বয়স তার অর্ধেক বার এভারেস্টের চূড়ায় ঘুরে এসেছেন তিনি। বিশ্বের তাবড় পর্বতারোহীর কাছে এখনও এভারেস্টের চূড়া স্পর্শ করা স্বপ্ন। সেখানে তিনি কার্যত এভারেস্টে ওঠা নামাটা জলভাত করে ফেলেছেন। প্রায় প্রতি বছরই একবার করে সময় কাটিয়ে আসেন এভারেস্টের মাথায়।
এবার যেমন তিনি ইতিমধ্যেই ঘুরে এলেন সেখান থেকে। বিশ্বের সবচেয়ে উঁচু বিন্দুতে এবার গিয়েছিলেন দড়ি বাঁধতে। যাতে অন্য পর্বতারোহীরা সেই দড়ি ধরে এগোতে পারেন। সমস্যা কম হয়।
কামি রিটা শেরপা-র বয়স এখন ৫২ বছর। প্রথমবার এভারেস্টের চূড়ায় পৌঁছন ১৯৯৪ সালের মে মাসে। তারপর এখনও পর্যন্ত ২৬ বার ঘুরে এসেছেন এভারেস্টের মাথা। যা এখনও পর্যন্ত বিশ্বরেকর্ড।
নিজেই নিজের রেকর্ড ভাঙেন এই প্রৌঢ়। তাঁর বাবাও ছিলেন শেরপাই। তিনিও ১৭ বার এভারেস্টের মাথা ছুঁয়েছেন। ছেলে আরও বড় কৃতিত্ব অর্জন করেছে। যদিও এখানেই শেষ হয়তো নয়।
কামির কাছে এভারেস্ট এতটাই জলভাত হয়ে গেছে যে ফের তিনি এভারেস্টের মাথায় ঘুরে আসতেই পারেন। যেতে পারেন অন্য পর্বতারোহীদের নিয়ে।
তবে ২৫ বার এভারেস্টে চড়ার পর গত বছর কামি জানিয়েছিলেন যে তিনি তাঁর পরিবার ও তাঁর দেশ নেপালের জন্য আরও একবার এভারেস্টে চড়বেন। সেটা এবার পূরণ হল। সেক্ষেত্রে কামি রিটা শেরপা আবারও চড়বেন কিনা তা নিশ্চিত নয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা