শাড়িতে একদম ভারতীয় সাজে তাঁকে বড় একটা দেখে অভ্যস্ত নন দর্শকরা। এবার তিনি ক্যামেরার সামনে এলেন একেবারে শাড়িতে সেজে। আর শাড়িতেও সমান মোহময়ী কঙ্গনা রানাওয়াত।
গত শুক্রবার হায়দরাবাদে হয়ে গেল তাঁর আসন্ন সিনেমা ‘মণিকর্ণিকা: দ্যা কুইন অফ ঝাঁসি’-র ট্রেলার লঞ্চ। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার মূল চরিত্রে অভিনয় করা কঙ্গনা। দক্ষিণ ভারতীয় লালপাড় সোনালি শাড়িতে কঙ্গনা এদিন ছড়িয়ে দিয়ে গেলেন তাঁর রূপের ছটা। দেখুন সেই ছবি।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)