এই প্রাণি কখনও জল পান করেনা, সারাজীবনেও না
বলা হয় জলই জীবন। জল ছাড়া কোনও প্রাণি বাঁচেনা। কিন্তু এমনও একটি প্রাণি রয়েছে যারা জল ছাড়াই দিব্যি বেঁচে থাকে।
জল ছাড়া কেউ বাঁচে কি? খুব স্বাভাবিক উত্তর হল না বাঁচেনা। জলই জীবন। কিন্তু এ পৃথিবীতে ব্যতিক্রমের অভাব নেই। পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে যেসব প্রাণি নিজেদের অস্তিত্ব রক্ষা করে চলেছে তারা তাদের শরীরকে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে বলেই এই অস্তিত্ব ধরে রাখতে পারে।
পৃথিবীতে জল ছাড়া প্রাণি বাঁচেনা। কিন্তু সেই জল ছাড়াই একটি প্রাণি দিব্যি বেঁচে থাকে। তারা যা খায় তার থেকেই সামান্য জল সংগ্রহ করে। আলাদা করে জল পান করেনা।
তাদের কিডনিও এতটাই ক্ষমতাশালী যে তাদের দেহ থেকে জল সামান্যই বেরিয়ে যেতে দেয়। উত্তর আমেরিকায় একধরনের ইঁদুর পাওয়া যায়।
এই ইঁদুররা প্রধানত রুক্ষ শুষ্ক অঞ্চলে বসবাস করে। এই ইঁদুরদের পিছনের পা বেশি লম্বা হয়। সেজন্য এদের বলা হয় ক্যাঙ্গারু ইঁদুর। কারণ ক্যাঙ্গারুদের পিছনের পা লম্বা হয়।
তবে এদের সবচেয়ে বড় বিশেষত্ব লুকিয়ে আছে তাদের লেজে। শরীরের চেয়ে অনেক বড় হয় এদের লেজ। খুব বড় চেহারার হয়না। এরা জল ছাড়াই জীবন কাটিয়ে দেয়।
এরা দানা শস্য খেয়েই জীবন কাটায়। আর সেই শস্য দানার মধ্যে যেটুকু জল থাকে সেটা দিয়েই তাদের ভালই চলে যায়। আলাদা করে জল লাগেনা।