বামেদের হয়ে পশ্চিমবঙ্গে ভোট প্রচারে আসছেন জেএনইউর ছাত্রনেতা কানহাইয়া কুমার। বিধানসভা ভোটে বামেদের হয়ে ভোট চেয়ে রাজ্যের মানুষের কাছে আসবেন তিনি। দেশদ্রোহীতার অভিযোগে তিহাড় জেলে বন্দি থাকার পর বৃহস্পতিবার ছ’মাসের জন্য জামিনে মুক্তি পান কানহাইয়া। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই বাংলায় প্রচারে আসার বিষয়টি খোলসা করেন তিনি। তবে আফজল গুরু প্রসঙ্গ এদিন সন্তর্পণে এড়িয়ে গিয়ে রোহিত ভেমুলাকে সামনে আনার চেষ্টা করেন কানহাইয়া। রোহিত ভেমুলার মৃত্যু বৃথা যাবেনা বলে জানিয়েছেন তিনি। জেএনইউর ছাত্রদের দেশদ্রোহী প্রমাণের চক্রান্ত চলছে বলে এদিন অভিযোগ করেন কানহাইয়া কুমার।
Leave a Reply