দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত জেএনইউর ছাত্রনেতা কানহাইয়া কুমারের জিভ কেটে আনলে মিলবে পাঁচ লক্ষ টাকা পুরস্কার। যে তাকে এই জিভ এনে দিতে পারবে তাকে তিনি নিজে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেবেন। বিজেপির যুব নেতা হরিয়ানার বাসিন্দা কুলদীপ বিষ্ণোইয়ের এই বক্তব্যের পরই দেশ জুড়ে সমালোচনার মুখে পড়ে বিজেপি। বেগতিক বুঝে দলের ভাবমূর্তি ধরে রাখতে তড়িঘড়ি তাঁকে ৬ বছরের জন্য দল থেকে সাসপেন্ডের সিদ্ধান্ত নেয় বিজেপি শীর্ষ নেতৃত্ব।
বিষ্ণোইয়ের পাশাপাশি এদিন কানহাইয়া ইস্যুকে কেন্দ্র করে ফের বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথ। জেএনইউতে জিন্না জন্মাতে দেওয়া হবে না। জিন্না জন্মালে তাকে সমাধিস্থ করা হবে বলে এদিন হুমকি দেন আদিত্যনাথ। বিজেপি সাংসদের এই মন্তব্য ফের বিপাকে ফেলেছে বিজেপিকে। এদিকে এদিন জেএনইউ কাণ্ডে মুখ খুলেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। দেশদ্রোহিতার আওয়াজকে আজাদির তকমা দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। বিষয়টিকে কংগ্রেস প্রশ্রয় দিচ্ছে বলেও কটাক্ষ করেন বিজেপি সভাপতি।