দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত জেএনইউ-র ছাত্র নেতা কানহাইয়া কুমারকে জুতো ছুঁড়ে মারল এক ব্যক্তি। হোলির সকালে হায়দরাবাদে একটি সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখার সময় তাঁকে লক্ষ করে আচমকাই জুতো ছোঁড়া হয়। জুতো ছোঁড়ার সময় ‘ভারত মাতা কি জয়’ বলে চিৎকার করছিল ওই ব্যক্তি। জুতো ছোঁড়ার সঙ্গে সঙ্গে তাকে আশপাশের লোকজন জাপটে ধরে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।
কানহাইয়ার মত দেশ বিরোধীদের বক্তব্য রাখার অধিকার থাকা উচিত নয় বলে দাবি করে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় চিৎকার করতে থাকে সে। এদিকে ওই ব্যক্তিকে ধরার সময় তাকে ছেড়ে দেওয়ার আবেদন জানাতে থাকেন কানহাইয়া। পরে সাংবাদিক সম্মেলন চালিয়ে যান তিনি। নিজেকে গান্ধীবাদী বলে দাবি করেন জেএনইউ-র এই বিতর্কিত ছাত্রনেতা।