গায়িকা কণিকা কাপুর লন্ডন থেকে দেশে ফিরে কোয়ারেন্টিনে না গিয়ে বরং একের পর এক অনুষ্ঠানে যোগ দেন। সে পারিবারিক অনুষ্ঠান থেকে সামাজিক অনুষ্ঠান। সবেতেই তাঁর উজ্জ্বল উপস্থিতি নজর কাড়ে।
কিন্তু সেই কণিকা কাপুর পরে করোনা পজিটিভ হিসাবে ধরা পড়েন। এই নিয়ে দেশ জুড়ে হৈচৈ হয়। কেন তিনি এভাবে করোনা নিয়ে সর্বত্র ঘুরে বেড়ালেন সে প্রশ্ন ওঠে।
এমনকি গাফিলতি করে করোনা শরীরে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ায় কণিকার বিরুদ্ধে সাকুল্যে ৩টি অভিযোগও দায়ের হয় পুলিশে। এরপর কণিকাকে আইসোলেশনে রাখা হয়েছিল।
লখনউয়ের একটি হাসপাতালে আইসোলেশনে থাকাকালীন তাঁর আরও ৪ বার করোনা পরীক্ষা হয়। তার প্রতিটিতেই করোনা পজিটিভ আসে। ফলে তাঁকে আইসোলেশন থেকে মুক্তি দেওয়া হয়নি।
অবশেষে রবিবার তাঁর করোনা পরীক্ষা নেগেটিভ এল। তাহলে কী সুস্থ কণিকা? চিকিৎসক জানাচ্ছেন, এখনও তাঁর আরও একটি পরীক্ষা হবে। যদি তাতেও কণিকার করোনা নেগেটিভ আসে তাহলে তাঁকে বাড়ি যেতে দেওয়া হবে।
বাড়ি যদি কণিকা এরপর ফিরেও আসেন তারপরও কী তাঁর জন্য সময়টা সুখের হবে? সে প্রশ্ন উঠছে। কারণ তখন তাঁর বিরুদ্ধে হওয়া ৩টি অভিযোগের তদন্ত শুরু হবে। অভিযোগকারীদের মধ্যে একজন লখনউয়ের চিফ মেডিক্যাল অফিসার।
ফলে কণিকার জন্য এর থেকে মুক্তি পাওয়া অত সহজ হবেনা। কণিকাই হলেন এমন একজন বলিউড তারকা যাঁর দেহে করোনা সংক্রমণ পাওয়া যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা