বিস্কুট তৈরির সময় আটকে গেছে হিরে, কামড়ানোর আগে সতর্ক হতে বলল সংস্থা
তাদের তৈরি বিস্কুট বিখ্যাত। অনেকেই কেনেন। এবার সোশ্যাল মিডিয়ায় সেই সংস্থা অনুরোধ করল তাদের বিস্কুট খাওয়ার সময় সবাই যেন একটু দেখে কামড়ান।
বিনয়ের সঙ্গে অনুরোধ করেছেন তিনি। কেউ যদি তাঁদের বিস্কুট খান তাহলে তাঁরা যেন একটু দেখে খান। কামড় দেওয়ার সময় সতর্ক থাকেন। কামড় দেওয়ার পর কি খাচ্ছেন তা অনুভব করা এবং কামড়ানোর পর বিস্কুটের কামড় দেওয়া অংশ ভাল করে দেখে নেওয়া। এটুকু যেন করতে থাকেন।
তাঁর সকল বিস্কুট ক্রেতার কাছে অনুরোধ করেছেন সিস সুইট কুকিজ অ্যান্ড কাফে-র মালকিন মনরো। যাঁরা হালফিল বিস্কুট কিনেছেন তাঁদের জন্যই মনরোর এই অনুরোধ।
মনরো জানিয়েছেন, কামড় দিলে মুখে শক্ত কিছু লাগতে পারে। যদি তেমন কোনও অনুভূতি হয় তাহলে তা দেখতে। সেটা একটা হিরের টুকরো হতে পারে।
ছোটখাটো হিরে নয়। ভারতীয় মুদ্রায় তার দাম ৩ লক্ষ ৩৩ হাজার টাকার মতন। এই হিরেটি তাঁর আংটিতে ৩৬ বছর ধরে শোভা পেত। সেটিই তিনি খুইয়েছেন।
মনরোর দৃঢ় ধারনা হিরেটি তাঁর বিস্কুটের মধ্যে পড়ে গেছে। তারপর সেটিকে সমেতই সেই বিস্কুট তৈরি হয়ে গেছে। হিরে তার মধ্যে ঢুকে গিয়ে থাকতে পারে।
মনরো অনুরোধ করেছেন কেউ যদি বিস্কুটের মধ্যে তাঁর ওই হিরের টুকরোটি খুঁজে পান তাহলে তিনি যেন দয়া করে তা তাঁকে ফেরত দেন। যদি কেউ ফেরত দিতে পারেন তবে তিনি তাঁর কাছে চিরদিন ঋণী হয়ে থাকবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস এলাকার এই কুকিজের মালকিনের অনুরোধের পর এখন অনেকেই নাকি ওই সংস্থার বিস্কুট একটু দেখে খাচ্ছেন।