Entertainment

কপিল দেবের কাছে হঠাৎ কেন ক্রিকেট শিখছেন রণবীর

কপিল দেব। ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তি। যাঁর নেতৃত্বে প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ভারত। ১৯৮৩ সালের সেই ঐতিহাসিক জয়কে সামনে রেখেই তৈরি হচ্ছে একটি সিনেমা। নাম ‘৮৩’। সেই সিনেমায় অভিনয় করছেন বলিউড অভিনেতা রণবীর সিং। কপিল দেবের ভূমিকায় অভিনয় করছেন তিনি। এখনও শ্যুটিং শুরু হয়নি। হবে আগামী মে মাস থেকে। কিন্তু তার আগে ধরমশালার মাঠে দেখা মিলল কপিল দেব ও রণবীরের।

কপিল দেবের কাছ থেকে ক্রিকেট সম্বন্ধে অনেককিছু শিখছেন রণবীর। যাঁর চরিত্রে তিনি অভিনয় করবেন তাঁর কাছ থেকেই জেনে নিচ্ছেন খুঁটিনাটি। যাতে অভিনয়ে কোনও ভুল না থাকে। কপিল দেবও তাঁর সাধ্যমত শিখিয়ে দিচ্ছেন রণবীরকে। কোথাও ভুল হলে ধরিয়ে দিচ্ছেন। আর এভাবেই চলছে জোর কদমে প্রস্তুতি। শ্যুটিং শুরুর পরে যাতে কোনও সমস্যা না হয়।


Ranveer Singh
ফাইল : রণবীর সিং, ছবি – আইএএনএস

লর্ডসে ১৯৮৩ সালের ২৫ জুন বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল অনুষ্ঠিত হয়। তখন সেই প্রতিযোগিতার নাম ছিল প্রুডেনশিয়াল কাপ। নিয়ম ছিল পরপর ৩ বার যে দল এই কাপ জিতবে, কাপটি চিরদিনের জন্য তার হয়ে যাবে। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ২টো জিতেই ছিল। দরকার ছিল তৃতীয় জয়ের। ধারে ভারেও তারা ভারতের চেয়ে এগিয়েই ছিল। কিন্তু ভারতীয় দলের ছিল আত্মবিশ্বাস আর স্থির লক্ষ্য। সেই লড়াই হয়ত কোনওদিন ভুলবেন না ভারতীয়রা। ওয়েস্ট ইন্ডিজের সেই হার ভারতকে সেদিন বিশ্বসেরা করেছিল। সেই টানটান উত্তেজনার ম্যাচকেই সিনেমার পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন পরিচালক কবির খান।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button