৩ সদস্যের ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির প্রধানের পদ থেকে পদত্যাগ করলেন ভারতের বিশ্বজয়ী দলের অধিনায়ক কপিল দেব। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী কপিল দেবের পদত্যাগের কারণ যেটুকু জানা যাচ্ছে তা হল সুপ্রিম কোর্টের নির্দেশে বিসিসিআইয়ের প্রধান হিসাবে নিয়োজিত বিনোদ রাইয়ের মন্তব্য। বিনোদ রাই জানিয়েছিলেন ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি প্রধানত তৈরিই হয়েছে কেবলমাত্র ভারতীয় ক্রিকেট দলের কোচ নির্বাচন করতে।
এসবকে কেন্দ্র করে সঞ্জীব গুপ্তার সঙ্গে কপিল দেবের দ্বন্দ্ব তৈরি হয়। যা হয়তো মেনে নিতে পারেননি কপিল দেব। তিনি পদত্যাগ করেন। তবে বিনোদ রাই কপিল দেবের পদত্যাগ নিয়ে বলতে গিয়ে বলেন, কপিল একাজ না করলেই পারতেন। বিসিসিআইয়ের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটসর পরিচালনার মাথা হয়ে আছে। এঁরা বিভিন্ন কাজের জন্য কমিটি গড়ে দিয়েছেন। সেই কমিটি নিজের কাজ করছে।
কদিন আগেই ভারতীয় দলের কোচ ও সহকারী কোচের পদে কে জায়গা পাবেন তা বিচার করতে কপিল দেবের নেতৃত্বে ৩ সদস্যের ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি ব্যস্ত ছিল। অবশেষে তারা রবি শাস্ত্রীকেই ফের একবার ভারতীয় দলের চিফ কোচ হিসাবে বেছে নেয়। এরপর সিএসি-র আর কোনও কাজ রইল না এমনটা কপিল দেবের মনে হয়ে থাকতে পারে বিনোদ রাইয়ের বক্তব্যে বলে মনে করছেন অনেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা