আদিত্য চোপড়া হুমকি দিয়েছিলেন তাঁকে, রানিকে সবকথা বললেন করণ জোহর
রানি মুখোপাধ্যায় ও আদিত্য চোপড়ার সঙ্গে করণ জোহরের সম্পর্ক বেশ ভাল। কিন্তু আদিত্য চোপড়া তাঁকে কার্যত হুমকি দিয়েছিলেন। সেকথা রানিকে বললেন করণ।

তখন তাঁর টু স্টেটস মুক্তি পেতে চলেছে। সে সময় তাঁর সবচেয়ে ভাল বন্ধু আদিত্য চোপড়া যাঁকে করণ জোহর আদি বলে ডাকেন তিনি করণের সঙ্গে দেখা করেন। জানান তিনি বিয়ে করতে চলেছেন। এই বিয়েতে মাত্র ১৮ জন নিমন্ত্রিত। আর যদি কোনওভাবে সেই খবর বাইরে বার হয় তাহলে সেটা যে করণের জন্যই হবে তাও বন্ধুকে জানান আদিত্য।
এও জানান, যদি কোনও পত্রপত্রিকায় এ খবর দেখা যায় তাহলে তিনি কতটা রেগে যাবেন সে সম্বন্ধে করণের ধারনা নেই। করণের মতে, কার্যত হুমকির সুরেই একথা বলেন আদিত্য। ম্যাঞ্চেস্টারে বিয়ে। পাত্রী রানি মুখোপাধ্যায়। কিন্তু কাউকে কিছু জানানো হয়নি। জানেন কেবল ১৮ জন। যার মধ্যে করণ জোহর রয়েছেন।
এদিকে করণ পড়েন ফাঁপরে। কারণ একদিকে তাঁর নিজের তৈরি সিনেমা রিলিজ হতে চলেছে। সেখানেই তিনি থাকতে পারবেন না বিয়েতে যেতে গেলে।
আবার বাড়িতে মাকেও মিথ্যা বলতে হয়। সকলে তাঁকে আটকান। সিনেমা রিলিজের সময় তিনি কেন তাতে না থেকে ম্যাঞ্চেস্টার যাচ্ছেন তাও জিজ্ঞেস করেন।
কিন্তু আদিত্যর হুমকি মাথায় রেখে পুরো বিষয়টি চেপে ম্যাঞ্চেস্টারের দিকে পাড়ি দেন করণ জোহর। সেই কাহিনি এবার তাঁর শোতে হাজির হওয়া রানি মুখোপাধ্যায়কে বললেন করণ।
করণের দাবি, এখন যে বলিউডে ডেসটিনেশন ওয়েডিংয়ের চল শুরু হয়েছে, তা কিন্তু শুরু করেন আদিত্য চোপড়াই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা