অমিতাভ বচ্চনের সিনেমা দেখার সময় ফারাহ খানের কাণ্ড ফাঁস করে দিলেন করণ জোহর
অমিতাভ বচ্চনের একটি সিনেমা দেখছিলেন তাঁরা। সেই সময় সিনেমার মাঝে ফারাহ খানের দিকে চোখ যায় করণ জোহরের। কি দেখেছিলেন তা এতদিনে ফাঁস করে দিলেন পরিচালক।
বলিউডে একের পর এক হিট সিনেমার পরিচালনা করেছেন তাঁরা। ২ জন বন্ধুও। পেশাগত দিক থেকেও সফল। করণ জোহর ও ফারাহ খান, বলিউডের এমন ২ সফল পরিচালকের নাম যাঁরা সিনেমা করা মানে দর্শকরা ভাল কিছু পাবেন বলেই মনে করেন।
সেই করণ জোহর ফাঁস করে দিলেন অনেক দিন আগের কথা। অমিতাভ বচ্চনের একটি সিনেমা ছিল ‘ম্যায় আজাদ হুঁ’। বিগ বি-র জীবনের অন্যতম ফ্লপ সিনেমা বলে মনে করা হয় এই সিনেমাটিকে।
বিদেশি একটি কাহিনি অবলম্বনে তৈরি এই সিনেমা বক্স অফিসে তেমন ভাল ফল করতে পারেনি। সেই সিনেমার প্রিভিউ শোতে হাজির হয়েছিলেন করণ জোহর ও ফারাহ খান। তখন তাঁরা ছোট। কেউ কাউকে চিনতেন না। সেই প্রথম দেখা।
করণ জানান, তিনি সিনেমাটি বেশ মন দিয়েই দেখছিলেন। দেখতে দেখতে একসময় তাঁর পাশে বসা ফারাহ খানের দিকে করণের নজর যায়। দেখেন ফারাহ ঘুমোচ্ছেন। করণ যথেষ্ট মন দিয়ে সিনেমা দেখলেও ফারাহ-র সেই ঘুম আজও মনে আছে করণের।
করণ জানান, ফারাহ একসময় ঘুম থেকে জেগে ওঠেন। তারপর সেখান থেকে চুপচাপ চলে যান। সিনেমাটি যে ফারাহ একেবারেই ভাল ভাবে দেখার চেষ্টা করেননি তা স্পষ্ট।
তবে অমিতাভ বচ্চনের সেই সিনেমা না দেখে ঘুমোলেও পরিচালক হিসাবে ফারাহ কিন্তু একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন বলিউডকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা