আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় গ্রেফতার দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের পুত্র কার্তি চিদম্বরমের জামিন মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট। শুক্রবার হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করে। ১০ লক্ষ টাকার বন্ডে জামিন পান তিনি। তবে আদালত সাফ জানিয়েছে সিবিআইয়ের অনুমতি ছাড়া কার্তি দেশ ছাড়তে পারবেন না। আর মামলার কোনও নথি নষ্ট করতে পারবেননা। এদিকে এদিন কার্তি চিদম্বরমের জামিনের বিরোধিতা করে সিবিআই আইনজীবী আদালতে দাবি করেন কার্তি একজন প্রভাবশালী ব্যক্তি এবং তিনি ইতিমধ্যেই অনেক প্রমাণ নষ্ট করে দিয়েছেন। যদিও সব পক্ষের বক্তব্য শোনার পরই আদালত জামিন মঞ্জুর করে। গত ২৮ ফেব্রুয়ারি লন্ডন থেকে চেন্নাই বিমানবন্দরে নামেন তিনি। কিন্তু বিমান থেকে নামার পরই তাঁকে গ্রেফতার করেন সিবিআই আধিকারিকরা। আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলার তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।
গত বছর মে মাসে আইএনএক্স মিডিয়া সংক্রান্ত আর্থিক দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা শুরু করে সিবিআই। পৃথকভাবে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদিও কার্তির দাবি, তিনি কোনও অন্যায় করেননি। তাঁর বাবার নাম বদনাম করার জন্য তাঁকে রাজনৈতিকভাবে ও ব্যক্তিগতভাবে টার্গেট করা হচ্ছে। অন্যদিকে পি চিদম্বরমের দাবি, তাঁর মুখ বন্ধ করার জন্য কেন্দ্র এসব করছে। এটা রাজনৈতিক ষড়যন্ত্র।